'এই খেলাটা কেন যে সৌম্য খেলে না'

সৌম্যর ফিফটি দেখে হাবিবুলের একটু আফসোস হয়েছে । ছবি: প্রথম আলো
সৌম্যর ফিফটি দেখে হাবিবুলের একটু আফসোস হয়েছে । ছবি: প্রথম আলো

ভারত সফরের আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জাতীয় লিগের দুটি রাউন্ড খেলা বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই রাউন্ড শেষ। জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন শুরু চার দিন পর। জাতীয় লিগ খেলে কতটা প্রস্তুতি সারা হলো খেলোয়াড়দের?

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নেওয়া তামিম ইকবাল খেলতে পেরেছেন প্রথম রাউন্ড, রান করেছেন ৩০ ও ৪৬। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলতে পারেননি পাঁজরের চোটে পড়ায়। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ভালো করতে পারেননি লিটন দাস। তবে জাতীয় লিগে ফিরেই করেছেন ১২২। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দারুণ খেলা নাঈম শেখ অবশ্য জাতীয় লিগে খেলতে নেমেই ভালো করতে পারেননি, করেছেন ৩৩ রান। সে তুলনায় বেশ ছন্দে আছেন মুশফিকুর রহিম। তবে ৭৫, ২১, ২৪, ৪৪—ইনিংস চারটি দেখে বোঝা যাচ্ছে রান পেলেও লম্বা ইনিংস খেলার আফসোস হয়তো কাজ করছে তাঁর মধ্যে।

এই আফসোসটা থাকার কথা নয় মাহমুদউল্লাহর। তারকা ব্যাটসম্যানদের মধ্যেই তিনি সম্ভবত সবচেয়ে ভালো ছন্দে আছেন। ৬৩, ৬৩ ও ১১১ রানের তিনটি ইনিংস খেলে ভারত সফরের প্রস্তুতি ভালোভাবে সেরে নিয়েছেন মাহমুদউল্লাহ। নির্বাচকদের ভীষণ চিন্তা ছিল সৌম্য সরকারকে নিয়ে। আজ খুলনায় রাজশাহীর বিপক্ষে ৩ চার ৩ ছক্কায় ৫৯ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে বাঁহাতি ওপেনার কিছুটা চিন্তা দূর করেছেন। মাঠে বসে বাঁহাতি ওপেনারের ইনিংস দেখা হাবিবুল বাশারের কণ্ঠে একটা আফসোস কাজ করেছে,‘সৌম্য যখন ব্যাটিং করে তখন মনে হয় কেন সে আন্তর্জাতিক ম্যাচে রান পায় না। আজ রাজশাহীর বোলিং আক্রমণ তো খারাপ ছিল না। যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল এই খেলাটা কেন যে সৌম্য আন্তর্জাতিক ম্যাচে খেলে না! তবে জাতীয় লিগের দুই রাউন্ডে সবাই কমবেশি রান করেছে। মাহমুদউল্লাহ রান পেয়েছে।’

বোলাররাও খারাপ করেননি। তিন বছর পর বাংলাদেশ দলে ফেরা আল আমিন হোসেন দুই রাউন্ডে নিয়েছেন ৮ উইকেট। লম্বা বিরতিতে ফেরা আরেক বোলার আরাফাত সানি প্রথম রাউন্ডে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। অনেক দিন পর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফেরা মোস্তাফিজুর রহমান প্রমাণ করেছেন এই সংস্করণের জন্য তিনি ফিট। বোলারদের ফিটনেস নিয়ে বেশ সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘নতুন খেলোয়াড়েরা ভালো করেছে। ৮০ শতাংশ খেলোয়াড়ই ভালো করেছে। কিছু বোলার যারা দীর্ঘদিন খেলেনি এই ফরম্যাট, তারা খেলেছে। দুটি রাউন্ড দেখে স্কিল ফিটনেস দেখা হয়ে গেল ভালোভাবে। মোস্তাফিজ যেমন বড় দৈর্ঘ্যের ক্রিকেট তেমন খেলে না। এখন উপলব্ধি করতে পারবে এই সংস্করণে সে কতটা ফিট।’