শাস্ত্রীকে ঘুম পাড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

দলের দুর্দান্ত পারফরম্যান্সেও ঘুম এসে গেছে রবি শাস্ত্রীর। ছবি: ডেনিস ক্রিকেট টুইটার
দলের দুর্দান্ত পারফরম্যান্সেও ঘুম এসে গেছে রবি শাস্ত্রীর। ছবি: ডেনিস ক্রিকেট টুইটার

সবার কথাতেই ঈর্ষা টের পাওয়া যাচ্ছে। রাঁচি টেস্টের তৃতীয় দিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ম্যাচের একপর্যায়ে টিভি ক্যামেরা ভারতীয় ড্রেসিংরুমের দিকে ঘোরানো হয়েছিল। ভারতীয় পেস বোলারদের দাপটে থরহরিকম্প অবস্থা তখন দক্ষিণ আফ্রিকার। এমন অবস্থায়ও বেশ আয়েশ করে ঘুমাতে দেখা গেছে ভারতের কোচ রবি শাস্ত্রীকে। এমন আয়েশি ভঙ্গির ঘুম দেখে ঈর্ষা না জেগে পারে?

ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি বেতন পান ভারতের কোচ শাস্ত্রী। বছরে ১০ কোটি রুপি পাওয়া কোচের ঘুমানোর দৃশ্য ভারতীয়দের ভালো লাগেনি। পাকিস্তানি সমর্থকদের অবশ্য বেশ আমোদ পেতে দেখা গেছে। এমন অবস্থায় শাস্ত্রী চাইলে অজুহাত দাঁড় করাতে পারেন, আরে প্রতিপক্ষ লড়াই-টড়াই করলে না হয় তাঁর কাজ থাকত। এমন অনায়াসে যখন জিততে থাকে দল, তখন কোচ না ঘুমিয়ে আর কীই-বা করতে পারেন!

গতকাল ৪৯৭ রানে ইনিংসের সমাপ্তি টেনেছে ভারত। দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যবধানটা ৪৮৮তে নামিয়ে এনেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এর মাঝেই দুই উইকেট হারিয়ে বসেছিল তারা। আজ প্রথম দুই সেশনে আরও ১২ উইকেট হারিয়ে বসেছে তারা। প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়া দলটি দ্বিতীয় ইনিংসেও ২২ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। চা–বিরতির আগে বিপদ আরও বাড়িয়ে দিয়ে ডিন এলগার আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। ৪ উইকেটে ২৬ রান তুলে চা-বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

বিরতি থেকে ফিরেও ভাগ্য বদল হয়নি দক্ষিণ আফ্রিকার। দলকে ৩৬ রানে রেখে আউট হয়েছেন হেনরিক ক্ল্যাসেন। দিন শেষে ৮ উইকেটে ১৩২ রান প্রোটিয়াদের। ১০ রানে ৩ উইকেট পেয়েছেন শামি, ৩৫ রানে ২ উইকেট উমেশ যাদবের। প্রথম ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন ভারতের দুই পেসার। সেবার শামি পেয়েছিলেন ২ উইকেট, যাদব ৩ উইকেট। অভিষিক্ত শাহবাজ নাদিম ও রবীন্দ্র জাদেজা দুজনেই দুটি করে উইকেট পেয়েছিলেন। এমন তাণ্ডবের মাঝে ৬২ রান তুলেছিলেন জুবায়ের হামজা।