মাঠে পানি টানলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

দলের খেলোয়াড়দের চাঙা করতে নেমে পড়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই। ছবি: ক্রিকইনফো টুইটার
দলের খেলোয়াড়দের চাঙা করতে নেমে পড়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই। ছবি: ক্রিকইনফো টুইটার

বিশ্বকাপের পরও ছুটি মেলেনি অস্ট্রেলিয়ার। মহাগুরুত্বপূর্ণ অ্যাশেজ খেলতে নেমে গেছে তারা। অ্যাশেজ ধরে রাখার কাজে সফলও হয়েছে তারা। এরপরই মিলেছে ছুটি। ছুটি শেষ হচ্ছে অবশেষে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়েছে অস্ট্রেলিয়াতে।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অবশেষে ঘরের মাঠের মৌসুম শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। তার আগে কাল সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল শ্রীলঙ্কা ও প্রধানমন্ত্রী একাদশ। এমন ম্যাচটা স্মরণীয় রাখতে সব সময় চেষ্টা করে অস্ট্রেলিয়া। কাল যেমন মাঠে খেলোয়াড়দের জন্য পানি এনে দিলেন খোদ দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

মৌসুমের শুরুতে সফরকারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সব সময় চমকে দিতে চায় অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে সাবেক খেলোয়াড়দের অন্তর্ভুক্তি খুবই স্বাভাবিক। ১৯৯৯ সালেই যেমন সদ্য বিশ্বকাপ ফাইনাল খেলা আসা পাকিস্তান দলের বিপক্ষে বোর্ড সভাপতি একাদশের পক্ষে খেলেছিলেন কিংবদন্তি ডেনিস লিলি। এক গাদা তারকায় ঠাসা পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়েছিলেন ৫০ বছর বয়সী ডেনিস লিলি ও তাঁর পুত্র অ্যাডাম লিলি।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে তেমন কোনো কিংবদন্তিকে দেখা যায়নি। পরিচিত মুখদের মধ্যে শুধু পিটার সিডল ও ক্রিস লিন ছিলেন। শ্রীলঙ্কা দল তবু ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তুলতে পেরেছিল। এর মাঝেই সবাইকে চমকে দিয়ে মাঠে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। লঙ্কান এক ব্যাটসম্যান আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ফিল্ডারদের জন্য পানি নিয়ে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে সে দৃশ্য।

প্রধানমন্ত্রীর এমন কাণ্ডের পর তো আর যাই হোক সে ম্যাচে হারা যায় না! অন্য প্রান্তে সবাই একে একে আউট হয়ে গেলেও দুর্দান্ত খেলেছেন হ্যারি নিয়েলসেন। তাঁর ৫০ বলে ৭৯ রানের ইনিংসের পরও হারতে বসেছিল প্রধানমন্ত্রী একাদশ। শেষ পাঁচ বলে ৯ রান দরকার এমন অবস্থায় সবাইকে চমকে দিয়ে এক বল আগেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন লেগ স্পিনার ফাওয়াদ আলম।