সাব্বিরদের ডেকে আনা হলো জাতীয় দলের ক্যাম্পে

ভেট্টোরির সঙ্গে কাজ করার জন্য স্পিনারদের ডেকে আনতে চাইছেন বিসিবি সভাপতি। ছবি: প্রথম আলো
ভেট্টোরির সঙ্গে কাজ করার জন্য স্পিনারদের ডেকে আনতে চাইছেন বিসিবি সভাপতি। ছবি: প্রথম আলো

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু দুটি দল গঠন করার মতো ক্রিকেটার নেই জাতীয় দলের ক্যাম্পে। ১৫ জনের স্কোয়াড থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাই চলমান জাতীয় লিগের তৃতীয় রাউন্ড খেলা ৯ ক্রিকেটারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে।

গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান দলের প্রস্তুতি পর্ব দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। নতুন স্পিন কোচ ডেনিয়েল ভেট্টোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ভারতের সঙ্গে প্রস্তুতি পর্বের কিছু ঘাটতিও খুঁজে পেয়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত খেলোয়াড়ই নেই স্কোয়াডে। তাই প্রয়োজন মেটাতে ডেকে আনা হয়েছে সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, ইবাদত হোসেন, নাঈম হাসান, ইয়াসির আলী, আবু হায়দার, রিশাদ হোসেন ও মেহেদী হাসানদের।

এ প্রসঙ্গে বলছিলেন বিসিবিপ্রধান বলেছেন, ‘আমরা ঠিক করেছি যদিও খেলা শুরু হয়ে গেছে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে, তারপরও সেখান থেকে খেলোয়াড় আনতে হবে। যে ভেন্যুতে খেলা শুরু হয়নি, সেখানে অতটা অসুবিধা হবে না। কাল ও পরশু ম্যাচের জন্য কিছু খেলোয়াড়কে আমাদের রাখতে হচ্ছে। সেটা কীভাবে করা যায়, এ বিষয় নিয়ে আলাপ করতে এসেছিলাম। আমরা আটজনের মতো খেলোয়াড়কে ডেকেছি কাল ও পরশুর ম্যাচে।’

এদের মাঝে নাঈম, রিশাদ ও মেহেদী হাসান অবশ্য বাড়তি গুরুত্ব পাচ্ছেন। কারণ, টি-টোয়েন্টি স্কোয়াডে আরাফাত সানী ও আমিনুল ইসলাম থাকলেও টেস্ট দলের কোনো স্পিনারকে নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন না নতুন স্পিন কোচ। এ কারণে গতকাল সভাপতি ভেট্টোরির সঙ্গে কথা বলেছেন, ‘ভারতে যাওয়া দলের ব্যাপারে ভেট্টোরির সঙ্গে আগে কথা বলা হয়নি। এ ব্যাপারে তাঁর পরিকল্পনা কী, সেটা জানতে এসেছিলাম। কাল (আজ) ও পরশু (আগামীকাল) দুটি প্রস্তুতি ম্যাচ আছে। ভেট্টোরির মতো স্পিনার আমাদের এখানে, কিন্তু এখানে এই মুহূর্তে কোনো স্পিনার নেই। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে যাচ্ছে। ও তো তাদের দেখার সুযোগ পাচ্ছে না। আমরা স্পিনার বলতে যাদের বুঝি, যদি ধরেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল আছে। নতুনদের মাঝে রিশাদ, নাঈম আছে, এ ছাড়া আফ্রিদি আছে, অপু (নাজমুল) আছে। আমাদের অনেক স্পিনার আছে, আমরা স্পিনার বলতে যাদের বুঝি। যেহেতু ওরা কেউ এখানে নেই, তাহলে তো কোচের হাতে কোনো অপশন নেই। কোচ শুধু দেখতে পাচ্ছে দুজনকে, আরাফাত সানী ও বিপ্লব (আমিনুল)। তারা ভালো কিন্তু যাওয়ার আগে টেস্টের জন্য আমাদের স্পিনার লাগবে। তাদেরও ভেট্টোরি যদি দেখতে পারত , তাহলে আমার মনে হয় ভালো হতো।’