রোনালদো নেই, তাই জেতাও হলো না জুভেন্টাসের

গোল করেও দলকে জেতাতে পারেননি দিবালা। ছবি : এএফপি
গোল করেও দলকে জেতাতে পারেননি দিবালা। ছবি : এএফপি

বিশ্রামে রাখা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রতিপক্ষ লেচ্চের মতো দুর্বল দল, রোনালদোকে ছাড়াই জেতা যাবে, এমনটাই হয়তো ভেবেছিল জুভেন্টাস। সেটা হয়নি। ১-১ গোলে ইতালির চ্যাম্পিয়নদের আটকে দিয়েছে লেচ্চে। গোল করেছেন পাওলো দিবালা।

রোনালদোকে ছাড়া পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইন ও ফেদেরিকো বার্নার্দেসকিকে নিয়ে সাজানো হয়েছিল জুভেন্টাসের আক্রমণভাগ। কাগজে-কলমে দুর্দান্ত মনে হলেও মাঠের পারফরম্যান্সে সেটা অনূদিত হয়নি। পুরো ম্যাচেই রোনালদোর অভাবটা টের পাওয়া গেছে। শুধু প্রথমার্ধেই গোলমুখে ১৫টি শট নিয়েছিল জুভরা। গোল হয়নি একটিতেও। দ্বিতীয়ার্ধে কাটে গোলখরা। তাও পেনাল্টির কল্যাণে। ৫০ মিনিটে দলের বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ পেনাল্টি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দিবালা।

কিন্তু সেটি বেশিক্ষণ উপভোগ করতে পারেননি দিবালারা। মাত্র ছয় মিনিট পরে জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডে লিটের ‘কল্যাণে’ পেনাল্টি পায় লেচ্চে। সেখান থেকে গোল করেন মার্কো মানকসু।

>

গতকাল রোনালদোহীন জুভেন্টাসকে ১-১ গোলে রুখে দিয়েছেন পুঁচকে লেচ্চে। জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেছেন দলের আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা।

জুভেন্টাসের ব্যর্থতার এ দিনে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের সামনে সুযোগ ছিল শীর্ষে ওঠার। সে সুবর্ণ সুযোগটা তারা হাতছাড়া করেছে। তারাও ড্র করেছেন, পারমার সঙ্গে। ম্যাচের ২৩ মিনিটে ইতালিয়ান উইংব্যাক আন্তোনিও কানদ্রেভার গোলে এগিয়ে যায় ইন্টার। তিন মিনিট পরেই পারমার হয়ে গোলটা শোধ করে দেন পারমাতে ধারে খেলা ইন্টারের ঘরের ছেলে ফ্রান্সের স্ট্রাইকার ইয়ান কারামোহ। ৩০ মিনিটে পারমার হয়ে ব্যবধান বাড়ান আর্সেনালের সাবেক উইঙ্গার জার্ভিনহো। ৫১ মিনিটে গোল করে সমতা ফেরান ইন্টারের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল জুভেন্টাস ও ইন্টারের মধ্যে ব্যবধান কমল না।

শীর্ষে যথারীতি জুভেন্টাসই, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার।