আমার বলে আউট হও: ওয়ার্নারকে মোস্তাফিজের জন্মদিনের শুভেচ্ছা

প্রিয় অধিনায়ককে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি মোস্তাফিজ। ছবি: মোস্তাফিজুর রহমান টুইটার
প্রিয় অধিনায়ককে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি মোস্তাফিজ। ছবি: মোস্তাফিজুর রহমান টুইটার

২০১৯/২০ মৌসুম আজই শুরু হলো অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের পর অ্যাশেজ খেলে ফেললেও ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের দেখা মিলছিল না এত দিনেও। আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সেটাও হয়ে গেল। সে ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ও পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়েছে স্বাগতিক দল। ডেভিড ওয়ার্নারের অনবদ্য এক ইনিংস নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার বিশাল জয়।

উপলক্ষটা ছিল চমৎকার। আজ ছিল ওয়ার্নারের ৩৩তম জন্মদিন। আবার ২০১৮ সালে বল টেম্পারিং–কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন। সে ম্যাচেই কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি! ৫৬ বলে সেঞ্চুরি ছোঁয়া ওয়ার্নারের সমান রানও করতে পারেনি প্রতিপক্ষ। পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে ৯৯ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। জন্মদিনে নিজেকে সেঞ্চুরি উপহার দিয়েই সন্তুষ্ট ওয়ার্নার আরেকটি কাজ করেছেন আজ। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির স্মৃতিমাখা গ্লাভস দুটি উপহার দিয়ে দিয়েছেন এক বালকভক্তকে!

ওয়ার্নারের এমন এক দিন নজর এড়ায়নি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের। এই ওয়ার্নারের অধীনে প্রথম আইপিএল খেলেছিলেন মোস্তাফিজ। দুজনের বন্ধুত্ব এখনো গাঢ়। আজ তাই সাবেক অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একটু অন্যভাবে, ‘জন্মদিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বিশেষ দিন উদ্‌যাপনের কী দারুণ উপায়। কিংবদন্তিকে এমন বিশেষ দিনে শুভেচ্ছা জানাই। ভালো থাকো আর আমাদের আরও আনন্দ দাও। শুধু আমার বলে আউট হতে ভুলে যেও না!’

ম্যাচ শেষে ওয়ার্নারও বলেছেন আজকের ইনিংসটি ছিল বিশেষ কিছু, ‘এটার মূল্য অনেক। দলের হয়ে অবদান রাখতে চেয়েছি , ভালো অবস্থানে নিতে চেয়েছি। ভালো মাইলফলক কিন্তু বড় স্কোর গড়তে পেরেছি এটাই বেশি ভালো লেগেছে।’