দিনরাতের টেস্টে রাজি হবে বাংলাদেশ?

দিনরাতের টেস্টে রাজি হবে বাংলাদেশ? ছবি : এএফপি
দিনরাতের টেস্টে রাজি হবে বাংলাদেশ? ছবি : এএফপি
>

বাংলাদেশকে আসছে সফরেই দিনরাতের টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টটি ফ্লাড লাইটের আলোতে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যেই পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আদৌ ভারতের প্রস্তাবে রাজি হবে?

নভেম্বরে ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে গোলাপি বলে দিন-রাতের একটি টেস্ট আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে তারা। এখন বাংলাদেশের ওপরই নির্ভর করছে কলকাতা টেস্টটি আদৌ দিনরাতের হবে কিনা। তবে বাংলাদেশ কি আদৌ এ প্রস্তাবে রাজি হবে?

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। সিদ্ধান্ত তো দূরের কথা, গতকাল রোববার পর্যন্ত এ নিয়ে আলোচনাও নাকি হয়নি, ‘বিসিসিআই আমাদের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। টেস্ট সিরিজের দুই টেস্টের মধ্যে একটি টেস্ট দিনরাতের করার জন্য। আমরা এখনো এ নিয়ে সিদ্ধান্তে যাইনি। আমরা কিছুদিন এ প্রস্তাব নিয়ে ভেবে দেখব। তারপর আমাদের সিদ্ধান্তের কথা জানাব বিসিসিআইকে।’

বিসিসিআইয়ের কাছ থেকে চিঠিটা এসেছে কয়েক দিন আগেই। তবে এখনো বিসিবি এ ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ায় ক্রিকেট পাড়ায় গুঞ্জন বাংলাদেশ হয়তো ভারতের প্রস্তাবে রাজি না-ও হতে পারে। এর মূল কারণ হতে পারে প্রস্তুতির অভাব। সঠিক প্রস্তুতি ছাড়া গোলাপি বল ও ফ্লাডলাইটে ভারতের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামা বিচক্ষণ সিদ্ধান্ত হবে কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে অনেকের মধ্যেই। বিসিবি এর আগেও গত ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে দিনরাতের টেস্ট খেলতে রাজি হয়নি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত নিতে যথেষ্ট সময় পেয়েছিল বিসিবি। এবার ভারতের কাছ থেকে প্রস্তাব এসেছে একেবারে শেষ সময়ে।

রাজি না হলেও বিষয়টা হয়তো খুব বেশি দিন ঝুলিয়ে রাখবেন না বাংলাদেশের ক্রিকেট প্রশাসকেরা। সূত্র জানিয়েছে, আজ-কালের মধ্যেই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত ভারতীয় বোর্ডকে জানিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট দলের কোচ, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
২০১৫ সালে দিনরাতের টেস্ট চালু হলেও বাংলাদেশ-ভারত কেউই এখনো পর্যন্ত এটি খেলেনি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর আগেও দিনরাতের টেস্টের প্রস্তাব পেয়ে তাতে রাজি হয়নি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দিনরাতের টেস্ট আয়োজন করতে চেয়েছিলেন বিসিসিআইয়ের সে সময়ের সচিব অমিতাভ চৌধুরী। কিন্তু সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। ভারতীয় দল বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসকে (সিওএ) জানিয়ে দেয়, তারা দিনরাতের টেস্ট খেলতে অনাগ্রহী।