অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

বরিশালে অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের ম্যাচ অবশেষে মাঠে গড়াল। ফাইল ছবি
বরিশালে অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের ম্যাচ অবশেষে মাঠে গড়াল। ফাইল ছবি

প্রথমবারের মতো বরিশালে যুব পর্যায়ের টেস্ট ম্যাচ। এমন উপলক্ষেই কিনা বৃষ্টির বাঁধা! মাঠে পানি জমে যাওয়ায় বরিশালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ দলের প্রথম দুদিনের খেলা মাঠে গড়াতে পারেনি। অবশেষে আজ ম্যাচটি শুরু হতে পেরেছে। তবে তৃতীয় দিনেও খেলা খুব বেশি দূর গড়াতে পারেনি। খেলা থামার আগে ৩ উইকেটে ১৫৫ রান তুলেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

মাঠ খেলার উপযোগী হওয়ায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় খেলা শুরু হয়। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচ রেফারি এ এস এম রকিবুল হাসান জানিয়েছিলেন, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ খেলা চলবে। দিনের আলো শেষ হওয়ার আগে ৩৬ ওভার খেলা সম্ভব হয়েছে। আগামীকাল মঙ্গলবার নির্দিষ্ট সময়ের আধঘণ্টা আগে খেলা শুরু হবে।

আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এদিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে দুপুর ১২টা থেকেই বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের গ্যালারিতে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগে স্টেডিয়ামের দক্ষিণ পাশের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রথমবারের মতো বিনা টিকিটে এ খেলা দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।