সাকিবকে নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

সাকিব খেলবেন কি না সে সিদ্ধান্ত কাল জানা যাবে। ফাইল ছবি
সাকিব খেলবেন কি না সে সিদ্ধান্ত কাল জানা যাবে। ফাইল ছবি

আজ সন্ধ্যায়ও প্রশ্নটার উত্তর দিতে পারলেন না বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী। রীতি মেনে সফর পূর্ব সংবাদ সম্মেলনে কি নিয়মিত অধিনায়ক আসছেন কাল? নিজামউদ্দীন বললেন, ‘আপনাদের জানিয়ে দেওয়া হবে।’ কখন জানিয়ে দেওয়া দেওয়া হবে, সেটি অবশ্য তিনি বলতে পারেননি।

নিয়মিত অধিনায়ক বলতে সাকিব আল হাসান। ভারত সফরের আগে ঠিকঠাক অনুশীলন করেননি। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা যে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন, তাতে অংশ নেননি। একদিকে অনুশীলনে নেই সাকিব। ওদিকে গত কদিনে বিভিন্ন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের নানা মন্তব্যে গুঞ্জনটা জোরালো, বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ভারত সফরে যাচ্ছেন তো?

বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন নাজমুল। দেড় ঘণ্টা বিসিবি কার্যালয়ে কাটিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চলে যাওয়ার সময় তিনি কিছু বলতে চাইলেন না। সাংবাদিকেরা বারবার অনুরোধ করতে থাকলে বিসিবি সভাপতির শ্লেষাত্মক মন্তব্য, ‘বলে কী হয় জানি!’

পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন আকরাম খান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সাকিবকে নিয়ে শুধু এতটুকু বলতে পারলেন, ‘সাকিবের ব্যাপারে আমরা কাল বলব। আনুষ্ঠানিকভাবে কিছু আসেনি, বাইরে থেকে শুনছি। অনেকেই বলছে যাচ্ছে বা যাচ্ছে না। এ ধরনের কিছু হয়নি, সে দুই দিন অনুশীলন করেনি । কোচের অনুমতি নিয়েছে। এ কারণে ম্যাচ খেলছে না । কাল আমরা বিস্তারিত জানিয়ে দেব। আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি। কোচের সঙ্গে হয়তো হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে হয়েছে কিনা জানি না।’

সাকিবের ব্যাপারে কাল বলার অর্থই তাঁকে নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও গত কদিনে বিসিবি সভাপতির সঙ্গে একাধিকবার বসেছেন বাংলাদেশ অধিনায়ক। তবুও কেন এত জটিলতা, সেটির উত্তর আপাতত নেই বিসিবির কাছে। তবে ঘোষণা হয়ে যাওয়া টি-টোয়েন্টি দলে যে বেশ কিছু পরিবর্তন আছে, সেটি নিশ্চিত করেছেন আকরাম, ‘আগের স্কোয়াডটা বাতিল না, কিছু পরিবর্তন আসবে।’

নিশ্চিত পরিবর্তন আসবে তামিম ইকবাল ও সাইফউদ্দিনের জায়গায়। এখন সাকিবের জায়গায়ও পরিবর্তন আসে কি না, সেটিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।