ভক্তদের জিজ্ঞাসা, সাকিব কি ষড়যন্ত্রের শিকার?

সাকিবের নিষেধাজ্ঞা বিমূঢ় করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। ছবি: প্রথম আলো
সাকিবের নিষেধাজ্ঞা বিমূঢ় করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। ছবি: প্রথম আলো

আইসিসির শাস্তি ঘোষণার পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে জড়ো হতে শুরু করেন সাকিব আল হাসানের ভক্তরা। কখনো সারিবদ্ধ হয়ে, কখনো এলোমেলো হয়ে তাঁরা স্লোগান তুলছেন প্রিয় তারকার শাস্তির বিরুদ্ধে।

এক ভক্ত প্ল্যাকার্ডে লিখে নিয়ে এসেছেন, ‘সাকিব কি ষড়যন্ত্রের শিকার?’ কেন তিনি ষড়যন্ত্র-তত্ত্ব খুঁজে পেয়েছেন, সেটির যুক্তি তুলে ধরেছেন সংবাদমাধ্যমকে, ‘যখন খেলোয়াড়েরা দাবিদাওয়া নিয়ে আন্দোলনে গেলেন, তখনই একটার পর একটা সিদ্ধান্ত আসছে তাঁদের বিরুদ্ধে। এখানে বিসিবির ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ হয়।’

আরেক ভক্ত লিখে নিয়ে এসেছেন, ‘নো সাকিব নো ক্রিকেট’। কেউ আবার লিখেছেন, ‘এই ইস্যুটা কেন দুই বছর পর এল, আইসিসি জবাব দাও।’ ভক্ত-সমর্থকদের এই প্রতিক্রিয়া দেখে বিসিবির মূল ফটক দ্রুতই বন্ধ করে দেওয়া হয়। এই ফটক দিয়ে সাকিব নিজেও ঢুকতে কিংবা বের হতে পারেননি। তাঁকে এবং বিসিবির কর্তাদের ব্যবহার করতে হয়েছে চার নম্বর গেট।

সাকিব যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে বিসিবি ছেড়ে গেলেন, তখনো সামনের সড়ক থেকে স্লোগান ভেসে আসছে, ‘সাকিবকে ছাড়া ক্রিকেট চলবে না, এই শাস্তি মানি না, মানব না।’

মানুষের এই ভালোবাসা দেখে সাকিবের ভেতর থেকে হয়তো দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে আসছে, ‘এত বড় ভুল করলাম আমি!’