সাকিব ভুল করেছে, অপরাধ করেনি: মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ বলছেন, দেশের জার্সিই মাঠের নেমে সবচেয়ে বড় অনুপ্রেরণা বাংলাদেশি ক্রিকেটারদের।
মাহমুদউল্লাহ বলছেন, দেশের জার্সিই মাঠের নেমে সবচেয়ে বড় অনুপ্রেরণা বাংলাদেশি ক্রিকেটারদের।
>ক্রিকেটারদের মুখে বিষাদের ছায়া। সাকিবকে এভাবে হারাতে হবে, আর সবার মতো তাঁরাও কল্পনা করতে পারেননি। কিন্তু জীবন যে থেমে থাকে না। সাকিবের ঘটনা পেছনে ফেলে ভালো করার প্রত্যয়ে ভারতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরে ভারতে যাচ্ছে বাংলাদেশ। সেই সফরের আগের দিন কত বড় এক দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটে! দলের অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ, তাঁকে ছাড়াই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি সিরিজ খেলতে আজ বিকেল ৩টায় দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ। উড়ানে ওঠার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতীর্থরা বলে গেলেন, তাঁরা কতটা মিস করবেন সাকিবকে...

মাহমুদউল্লাহ
‘যেহেতু দায়িত্ব পেয়েছি, চেষ্টা করব এটা ঠিকঠাক পালন করতে। আমরা যখন মাঠে নামি তখন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা থাকে দেশের জার্সি। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না! আমরা চেষ্টা করব মাঠে যেন ভালো করতে পারি। পরিসংখ্যান বলে ভারত ভীষণ শক্তিশালী দল। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। ছোট ছোট যখন যে সুযোগ আসবে এগুলো যেন কাজে লাগাতে পারি। যেন ম্যাচ জিততে পারি। অবশ্যই সাকিবকে মিস করব। সে বাংলাদেশ দলের অনেক বড় এক অংশ। সবাই ওর জন্য ব্যথিত। জানি সে আমাদের দলের জন্য, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে একটা ভুল করেছে, অপরাধ করেনি। ওর প্রতি আমাদের সমর্থন থাকবে। তাকে আগের মতোই ভালোবাসব। আমাদের কাজ জান দিয়ে দেশের হয়ে খেলা, এটাই চেষ্টা করব।’

মুশফিকুর রহিম
‘সাকিবের বিকল্প নেই। অবশ্যই তাকে মিস করব। সে আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়। তার জায়গায় যারা এসেছে তাদের জন্য এটা বড় সুযোগ। সাকিব যদি চোটে পড়ত নিশ্চয়ই অন্য কেউ তার জায়গায় আসত। এভাবেই দেখলে আমাদের ভালো হয়। ক্রিকেটে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। ভালো ফলই এসব পেছনে ফেলতে পারে। এক নম্বর দলের সঙ্গে খেলতে যাচ্ছি, চ্যালেঞ্জ তো থাকবেই। এই চ্যালেঞ্জ আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগায়। আমরা দোয়া চাই। শুধু দলের জন্য নয়, সাকিবের জন্যও। আমরা ওর পাশে আছি।’ 

মোসাদ্দেক হোসেন
‘(সাকিব নেই) স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য বড় দায়িত্ব। সবাই এটার জন্য প্রস্তুত আছে।’

আরাফাত সানি
‘কোনো সন্দেহ নেই সাকিব আমাদের সেরা খেলোয়াড়। অনেক দিন ধরে সে নাম্বার ওয়ান। ব্যক্তিগতভাবে আমি মনে করি সে থাকলে বোলিংয়ের আরেক প্রান্তে অনেক পরামর্শ পেতাম। সে অনেক দিন আইপিএল খেলছে। ভারতের উইকেট-কন্ডিশন ওর খুব ভালো জানা। সে থাকলে আমার বাড়তি পাওয়া হতো। অবশ্যই তাকে মিস করব। ভারত ধারাবাহিক খুব ভালো খেলছে, অবশ্যই সিরিজটা ভীষণ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা যদি তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারি, তবে ম্যাচ জিততে পারব আশা করি।’

মোহাম্মদ মিঠুন
‘ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সাকিব নেই, অবশ্যই তাকে অনেক মিস করব। এরপরও নিজেদের সেরাটা দিয়ে ওখানে ভালো করার চেষ্টা করব। দল যখন যেটা চাইবে সেটিই ঠিকঠাক করার চেষ্টা করব।’