সাকিবের জন্য মন খারাপ তাঁর শিক্ষকদের

ছাত্রের জন্য মন খারাপ বিকেএসপির শিক্ষকদের।ফাইল ছবি
ছাত্রের জন্য মন খারাপ বিকেএসপির শিক্ষকদের।ফাইল ছবি
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় পুরো দেশ বিমূঢ়। তাঁর পড়াশোনা আর ক্রিকেটের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেন আরও গুমট।

ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। আইসিসি গতকাল তাদের দুর্নীতি দমন নীতিমালা ভঙ্গ করায় দেশের সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে দুই বছরের জন্য। এর মাঝে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। এ ঘটন মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাকিবের শিক্ষকেরা। অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যে শিক্ষকদের স্নেহ ও শাসনে বড় হয়েছেন এই তারকা, তাদের বিশ্বাস তাদের ছাত্র কোনো অন্যায় করতে পারেন না।

‘অন্যায়’ সাকিব করেছেন। তবে সেটি ম্যাচ পাতানো বা ক্রিকেটীয় কোনো দুর্নীতি নয়। সাকিব আইসিসির দুর্নীতি দমন নীতিমালা জেনেও সে অনুযায়ী কাজ করেননি। সেখানে পরিষ্কার বলা আছে ফোনে বা অন্য কোনো মাধ্যমে জুয়াড়ি বা এ জাতীয় লোকজন যদি কোনো ক্রিকেটারকে অনৈতিক কোনো প্রস্তাব দেয়, তাহলে সেটি সঙ্গে সঙ্গে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)কে জানাতে হবে। কিন্তু সাকিব এক জুয়াড়ির কাছ থেকে তিনবার অনৈতিক প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাননি বা জানাতে গড়িমসি করেছেন। এটা তিনি কেন করলেন, সেটি বিশ্লেষণের দাবি রাখে। তবে তাঁর শিক্ষক আমিনুল ইসলামের বিশ্বাস সাকিব গড়িমসি করেই বিষয়টা নিজের ভেতরে রেখেছিলেন। তবে তিনি এটাও মনে করেন, সাকিব ভুল করেছেন। যদিও শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে বলে মনে করেন তিনি, ‘আমি অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাকিবের শ্রেণি শিক্ষক ছিলাম। এটা বলতে পারি সাকিব ব্যক্তিগত জীবনে যথেষ্ট সৎ ও নীতিমান। তবে গড়িমসি করাতে তাঁকে এত বড় শাস্তি পেতে হলো। অনেক সময় সে ঝামেলায় যেতে চায় না। সে কারণেই হয়তো সে জুয়াড়ির প্রস্তাবটা নিজের মধ্যে রেখেছিল। তবে আমি মনে করি শাস্তিটা একটু বেশিই হয়ে গেছে সে অনুপাতে।’

সাকিবকে খুব কাছ থেকে পেয়েছেন বিকেএসপির গণিতের প্রভাষক ইকরামুল হক। সাকিবের প্রিয় শিক্ষক হিসেবেই যার পরিচিতি। ছাত্রের নিষেধাজ্ঞার খবরে যার চোখে এনে দিয়েছে জল, ‘আমাদের সাকিব কোন অন্যায় করতে পারে না। যতবারই ওর নিষেধাজ্ঞার খবরটি শুনছি, আমার কান্না আসছে। ও কি এমন করেছে যে, এত বড় শাস্তি পেতে হবে। ও ছেলে হিসেবে কতটা ভালো, তা আমরা জানি।’

আরেক জ্যেষ্ঠ শিক্ষক আব্দুস সালামের কণ্ঠেও ছাত্রের জন্য কষ্ট, ‘ ছেলেটার মধ্যে বিন্দুমাত্র খারাপ কিছু নেই। আমরা সাকিবের পাশে আছি। ওর জন্য দোয়া রইলো। ও আরও শক্তিশালী হয়ে ফিরবে।’