কোহলির খেলা না-খেলা নিয়ে মাথাব্যথা নেই লিটনের

লিটন দাস। প্রথম আলো ফাইল ছবি
লিটন দাস। প্রথম আলো ফাইল ছবি
>টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে খেলছেন না বিরাট কোহলি। লিটন দাস জানালেন, কোহলির খেলা না–খেলা বাংলাদেশের জন্য কোনো বিষয় না

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মার নেতৃত্বে এ সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। কোহলির অনুপস্থিতি যেকোনো প্রতিপক্ষ দলের জন্যই সুখবর। কিন্তু লিটন দাস এসব নিয়ে ভাবছেন না। কোহলির খেলা না–খেলা নিয়ে বাংলাদেশের এ ব্যাটসম্যানের কোনো মাথাব্যথা নেই।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পরশু সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। কাল সেখানে দলীয় অনুশীলনে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিটন। কোহলির না–খেলা নিয়ে লিটন বলেন, ‘সত্যি বলতে কোহলির খেলা না–খেলা কোনো বিষয় না।’

তবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটির অনুপস্থিতিতেও ভারতের শক্তি কমেনি বলেই মনে করেন লিটন, ‘সে বিশ্রাম নিলে তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। এ নিয়ে আমরা ভাবছি না। সব খেলোয়াড়কেই নিজের শরীরের যত্ন নিতে হয়। আর বিষয়টি এমনও নয় যে তার অনুপস্থিতিতে ভারতের শক্তি কমেছে। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে।’

ভারত যেমন কোহলিকে পাচ্ছে না, বাংলাদেশও তেমনি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না। কোহলির অনুপস্থিতিতে বাংলাদেশের জয়ের সুযোগ বাড়বে কি না? এ প্রশ্নের জবাবে দলের দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি স্মরণ করিয়ে দেন লিটন, ‘আমাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়েরা এ সিরিজে নেই। আর তাই যে শক্তি আছে তা নিয়েই খেলতে হবে।’

জুয়াড়ির প্রস্তাব গোপন করে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। পারিবারিক কারণে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল।