ভারত দল নির্বাচন করে এক দল মিকি মাউস

ভারত দল ভালো করলেও নির্বাচক কমিটি নিয়ে সন্তুষ্ট নন সাবেক ক্রিকেটার। ছবি: এএফপি
ভারত দল ভালো করলেও নির্বাচক কমিটি নিয়ে সন্তুষ্ট নন সাবেক ক্রিকেটার। ছবি: এএফপি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে বিপুল ব্যবধানে এগিয়ে আছে তারা। অন্যান্য সংস্করণেও তাদের দাপটে টিকছে না অন্য দলগুলো। তরুণ ক্রিকেটাররা সুযোগ পেলেই দায়িত্ব বুঝে নিচ্ছেন দারুণভাবে। এ সাফল্যের ভাগ নির্বাচকেরাও পেতে পারেন। বিভিন্ন সংস্করণে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েও সাফল্য পাওয়া মানে তো নির্বাচকদের পরীক্ষা-নিরীক্ষা সফল হচ্ছে। কিন্তু সে নির্বাচকদের কিনা কার্টুনের চরিত্রের সঙ্গে তুলনা!

চাঁছাছোলা কথা বলার জন্য ফারুক ইঞ্জিনিয়ার বেশ বিখ্যাত। সাবেক এই ক্রিকেটার এবার তোপ দেগেছেন নির্বাচকদের উদ্দেশ্যে। ৪৬টি টেস্ট খেলা এই উইকেটরক্ষকের চোখে বর্তমান ভারত বোর্ডের নির্বাচকেরা সবাই অযোগ্য। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে বলেছেন, ‘আমাদের একটা মিকি মাউস নির্বাচক কমিটি আছে।’

ফারুক ইঞ্জিনিয়ারের দাবি, এই নির্বাচক দল নাকি শুধু বিরাট কোহলিদের সেবা করেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে টিকে রয়েছেন! সেটা যেভাবে বলেছেন তাতে কোহলির উত্তেজিত হওয়াটা অস্বাভাবিক নয়, ‘তারা যা করে তা হলো আনুশকা শর্মাকে চা এনে দেয়! ওরা কীভাবে এক কাজের জন্য যোগ্য হয়? সবগুলা মিলে তো ১০-১২টা টেস্ট খেলেছে। নির্বাচকদের মধ্যে একজনকে তো চিনিই না আমি। বিশ্বকাপে ভারত দলের ব্লেজার পরা একজনকে দেখলাম, আবার বলা হলো সে নাকি দলের নির্বাচক। তখন প্রশ্ন করেছিলাম, এটা আবার কে?’

সাবেক ক্রিকেটারের প্রশ্ন একেবারে অযৌক্তিক নয়। নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ ৬টি টেস্টের সঙ্গে ১৭টি ওয়ানডে খেলেছেন, তাঁর সঙ্গী দেবাং গান্ধীর সংগ্রহ ৪ টেস্ট ও ৩ ওয়ানডে। সরন্দ্বীপ সিং ( ৩ টেস্ট, ৫ ওয়ানডে), যতিন পরানজাপি (৪ ওয়ানডে) ও গগন খোড়ার (২ ওয়ানডে) অবস্থা আরও খারাপ। এতটা অনভিজ্ঞ এক নির্বাচক কমিটিতে অভিজ্ঞ কাউকে চাইছেন ফারুক, ‘আমার মতে দিলীপ ভেংসরকারের মতো কারও নির্বাচক কমিটিতে থাকা উচিত।’