সাকিব নেই, কিন্তু মনের জোর আছে লিটনের

বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। ছবি: এএফপি
বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। ছবি: এএফপি
ভারত সফরে সাকিব আল হাসানের অনুপস্থিতিকে বড় ধাক্কা বলে মনে করছেন লিটন দাস। তবে তাঁকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান বাংলাদেশের এ ব্যাটসম্যান


দলের দুই প্রাণভোমরাই নেই ভারত সফরে। তাতে অনেক সমর্থকেরই মন ভেঙে গেছে। কিন্তু খেলোয়াড়দের তেমন হলে চলে না। শক্তি যাই থাক ওটুকু নিয়েই লড়তে হয়। লিটন দাস এ বাস্তবতাই মেনে নিলেন। ভারত সফরে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ভীষণ গুরুত্বপূর্ণ এ দুই খেলোয়াড়ের অনুপস্থিতি মেনে নিয়েই লিটন জানিয়ে দিলেন, কোনো সমস্যা নেই।

দিল্লিতে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পারিবারিক কারণে এ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এ নিষেধাজ্ঞা না জুটলে ভারত সফরে দলের নেতৃত্ব দিতেন সাকিব। কিন্তু তা যেহেতু হয়নি তাই নিছক আহাজারির কোনো কারণ দেখছেন না লিটন। আর সাকিব ছাড়া বাংলাদেশ যে একেবারেই জিততে পারে না তা মনে করারও কোনো কারণ নেই। গত এশিয়া কাপের কথাই ধরুন। সাকিবকে ছাড়াই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যমকে সে কথাই মনে করিয়েছেন লিটন, ‘আমরা এ সিরিজে তাকিয়ে আছি কারণ ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। এর আগে সাকিব চোটে থাকতে কিন্তু আমরা এশিয়া কাপ খেলেছি। তাই কোনো সমস্যা দেখছি না। বিষয়টি এমন নয় যে, তিনি বাংলাদেশের হয়ে টানা খেলছে। ২০১৮ সালে একটা সময় গেছে যখন চোটের কারণে প্রায় ছয় মাস বাইরে ছিলেন। গত বছর তিনি এশিয়া কাপে না থাকলেও আমরা কিন্তু ফাইনাল খেলেছিলাম।’

তবে সাকিবের অনুপস্থিতি দলের জন্য যে অনেক বড় ক্ষতি তা মেনে নিচ্ছেন লিটন, ‘সাকিবের অনুপস্থিতি আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। এই সিরিজের আগে তাঁকে এভাবে হারানো আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কা। আমাদের এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে মনোযোগী হতে হবে। তরুণেরা পারফর্ম করলে তা আমাদের জন্য ভালো হবে।’