ওমানকে হারানোর স্বপ্ন নিয়ে মাসকট যাচ্ছে বাংলাদেশ

ওমানকে হারানোর লক্ষ্য নিয়ে আজ ওমান যাচ্ছে বাংলাদেশ। ছবি: বাফুফে
ওমানকে হারানোর লক্ষ্য নিয়ে আজ ওমান যাচ্ছে বাংলাদেশ। ছবি: বাফুফে
>

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের স্বপ্ন দেখছেন আশরাফুল রানারা

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। ১৪ নভেম্বর ওমানের রাজধানী মাসকটের আল সিব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে নিজেদের প্রস্তুত করতে আজ রাতেই ওমানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে গড়া দল থেকে বাদ পড়েছেন আবাহনীর ফরোয়ার্ড জুয়েল রানা। নতুন করে দলে ঢুকেছেন শেষ মৌসুমে আরামবাগের হয়ে খেলা ফরোয়ার্ড রাকিব হোসেন।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষেই কোচ জেমি ডে চলে যান লন্ডনে। বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন কোচ। সহকারী কোচ স্টুয়ার্ট পল, ফিজিও সাইমন জেমস ছুটি কাটাচ্ছেন ইংল্যান্ডে। এ দুজনও কাল ওমানে দলের সঙ্গে যোগ দেবেন। স্প্যানিশ লা লিগার ম্যাচের ধারাভাষ্য দিতে এ মুহূর্তে স্পেনে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আর এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে কাল বাহরাইন যাবেন ডিফেন্ডার ইয়াছিন আরাফাত। জামাল দলের সঙ্গে যোগ দেবেন আগামীকাল। এএফসির বাছাইপর্ব শেষে ১১ নভেম্বর ওমানে পৌঁছাবেন ইয়াছিন।

কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই মূলত এত আগে ওমান যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে ৯ নভেম্বর ওমানের প্রিমিয়ার লিগের শীর্ষ সারির একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন জামালরা। যদিও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বকাপ বাছাইয়ের গত তিনটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকায় কাতারের সঙ্গে এবং কলকাতায় ভারতের বিপক্ষে বাংলাদেশ উপহার দিয়েছে মন ভরানো ফুটবল। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ওমান যাচ্ছে বাংলাদেশ। দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘কিছুদিন ধরে আমাদের ছেলেরা যে ফুটবল খেলছে, সেটা অসাধারণ। মাঠে নামার আগেই না হারার মানসিকতা একটা ইতিবাচক দিক। ভারত থেকে যে আত্মবিশ্বাস নিয়ে ওরা ফিরে এসেছে সে আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচ শুরু করবে ছেলেরা।’

বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ৩ ম্যাচে ৪ গোল হজম করেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ দুটি গোল খেয়েছে সেট পিস থেকে। এসব নিয়ে বেশ চিন্তিত সহকারী কোচ, ‘আমরা ভারতের সঙ্গে শেষ দিকে সেট পিসে গোল খেয়েছি। আফগানিস্তানের সঙ্গেও ফ্রি-কিক থেকে গোল খেয়েছি। এসব নিয়ে আমরা কাজ করছি।’

গত ৩১ অক্টোবর শেষ হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলেছেন জাতীয় দলের বেশ কিছু ফুটবলার। তাদের জন্য ওমানে আলাদা অনুশীলন সেশন রাখা হবে বলে জানালেন কোচ, ‘টানা খেলতে খেলতে অনেক ফুটবলার ক্লান্ত হয়ে পড়েছে। ওদের অবসাদ ঘিরে ধরেছে। আশা করি, ম্যাচের আগে সবাই ফিট হয়ে উঠবে।’

র‍্যাঙ্কিংয়ে ৮৪ নম্বরে থাকা ওমানের চেয়ে ১০০ ধাপ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু তারপরও ওমানের বিপক্ষে লড়াইয়ের আশা করছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম, ‘ওমানের মাঠে খেলা কঠিন হবে। কিন্তু আমরা হারতে যাব না। অবশ্যই জিততে যাব। সবাই সেরাটা দিলে আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’