'ভারতকে যদি কোনো দল হারাতে পারে, সেটা বাংলাদেশ'

বাংলাদেশকে নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। ফাইল ছবি
বাংলাদেশকে নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। ফাইল ছবি

ঢাকা থেকে আসা সাংবাদিকেরা নাজমুল হাসানের অপেক্ষায় আজ প্রায় সারাটা দিন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে কমই আপত্তি থাকে তাঁর। কিন্তু আজ সম্ভবত কথা বলার ‘মুডে’ ছিলেন না। বিকেল যখন সময় দিলেন, তখন ম্যাচ দেখার তাড়া। যে মিনিট চারেক সময় দিলেন সাংবাদিকদের, তাতে তাঁর মন্তব্য খুব বেশি দীর্ঘ হলো না।

শুরুতেই বললেন দিল্লির দূষণ নিয়ে। এই দূষণে ভীষণ শঙ্কিত হয়ে পড়েছিলেন বিসিবি সভাপতি। ভয়াবহ বায়ু দূষণের মধ্যেই কেন ম্যাচটা আয়োজন করতে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সেটি ঢাকা থেকে দিল্লি আসার পথে খানিকটা বলেছিলেন। আজ আরও বিস্তারিত বললেন নাজমুল। দিল্লির বায়ুর পরিস্থিতি থেকে ভীষণ ঘাবড়েই গিয়েছিলেন বিসিবি সভাপতি, ‘শেষ মুহূর্তে যখন জেনেছি, ওদের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছি। তিন দিন আগে যখন আমি ইন্টারনেটে দেখতে গেলাম, সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম! যখন স্কুল বন্ধ করে দিল, অনেকটা জরুরি অবস্থা আর কী! (আসার আগে) ফোনেই কথা হচ্ছিল কোচের সঙ্গে রিয়াদ-মুশফিকের সঙ্গে। ওরা বলল, অনেক অসুবিধা তবে পারব মনে হয়। কেউ একেবারে না করছে না। তারপর ভাবলাম ওখানে আসলে না গেলে বোঝা যাবে না । বিমানবন্দরে নামার পরে বিশ্বাসই করতে পারিনি। বিমানবন্দরের ভেতরেই কী ধোঁয়া।’

কাল দিল্লিতে এসেই টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন নাজমুল। আলোচনা করেছেন, এই পরিস্থিতিতে খেলা হলে কী করণীয়। কিন্তু কেনই-বা এই পরিস্থিতিতে খেলতে হবে? নাজমুল বললেন, ‘ওরা বলছে অনেক দেরি হয়ে গেছে। এটা আর বদলানো যাবে না। এ নিয়ে হতাশ ছিলাম। আজও ওদের সঙ্গে বসেছিলাম। ওরা যেটা বলছে, সকাল থেকে যত বেলা গড়াবে পরিস্থিতি ভালো হবে। সন্ধ্যায় যখন খেলা শুরু হবে তখন অনেক ভালো অবস্থা থাকবে। ওরা বলেছে ফ্লাড লাইটে সমস্যা হওয়ার কথা না।’

শেষ পর্যন্ত দিল্লির দূষণ ম্যাচ আয়োজনে বাঁধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচ ঠিক সময়েই হয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বোলিংও খারাপ করছে না। অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারবে কিনা, বলা কঠিন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত (১৫ ওভার) বাংলাদেশের বোলিংটা দারুণ হয়েছে। ভারতীয় ব্যাটসম্যানরা পারছেন না স্বচ্ছন্দে এগোতে। ১৫ ওভারে স্কোর ৪ উইকেটে ৯৫।

ভারতের মাটিতে ভারতকে হারানোর ব্যাপারে বিসিবি সভাপতি অবশ্য ভীষণ আশাবাদী, ‘ভারত অনেক শক্তিশালী দল সবাই জানে। ভারতে এসে ভারতকে হারানো ভীষণ কঠিন। যদি দেখি অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দলগুলো ভারতে এসে হিমশিম খেয়েছে। একটা কথা বলি ভারতে এসে যদি কোনো দল ওদের হারাতে পারে, সেটা বাংলাদেশ।’

নাজমুলের কথা কতটা সত্যি হয়, এখন সেটির অপেক্ষা।