বাংলাদেশের বিপক্ষে অভিষেক 'ধারাভাষ্যকার' ধোনির?

সীমিত ওভারের ক্রিকেট থেকে এক রকম স্বেচ্ছাবসরে আছেন ধোনি। ছবি: এএফপি
সীমিত ওভারের ক্রিকেট থেকে এক রকম স্বেচ্ছাবসরে আছেন ধোনি। ছবি: এএফপি

উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্ট, আর গোলাপি বলের সেই টেস্টে মহেন্দ্র সিং ধোনি থাকবেন না, তা কি হয়! ইডেন গার্ডেনে ধোনি থাকবেন, তবে ক্রিকেটার হিসেবে নয়। আমন্ত্রিত অতিথি হিসেবে। ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে ভারতের সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। সঙ্গে টেস্টের ধারাভাষ্যকক্ষে ‘অতিথি’ হওয়ারও আমন্ত্রণ পেয়েছেন ধোনি। সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টস জানিয়েছে এই তথ্য। স্টার স্পোর্টস অবশ্য ভারতের সব সাবেক অধিনায়ককেই ধারাভাষ্যকক্ষে আনার উদ্যোগ নিয়েছে। টেস্টের প্রথম দুই দিন তাঁদের আনা হবে স্মৃতিচারণা করতে। এখন বিসিসিআই সভাপতি এতে অনুমোদন দিলেই হয়। বোর্ডের সবুজসংকেত মিললেই টেস্টের প্রথম দুই দিন পালাক্রমে ধারাভাষ্য দেখা যাবে তাঁদের।

এদিকে ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট নিয়ে সাধারণের আগ্রহ যথেষ্টই। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। প্রথম দিন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) যতগুলি টিকিট ছেড়েছিল বিক্রি হয়ে গেছে তার সবগুলোই।

ইডেনে গোলাপি বলের দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা ধরনের আয়োজন রাখছে সিএবি। আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতীয় ক্রিকেটের বড় বড় সব তারকাদের—শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংরা। ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত হবে। ভারতের জাতীয় সংগীতে বর্তমান দলের সঙ্গে গলা মেলাবেন ভারতের অতীতের টেস্ট অধিনায়কেরা। জীবিত আছেন এমন প্রায় সব অধিনায়ককেই ইডেনে জড়ো করার উদ্যোগ নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী।