চ্যালেঞ্জ নিতে ভয় নেই মুমিনুলের

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রথম আলো ফাইল ছবি
>টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের অভিষেক ঘটবে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে। কাজটা নিশ্চিতভাবেই ভীষণ চ্যালেঞ্জিং। কিন্তু মুমিনুল জানালেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে

জাতীয় দল ভারত সফর করছে কিন্তু মুমিনুল হক দেশের মাটিতে। পরে যোগ দেবেন মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দিতে হবে টেস্ট দলের নেতৃত্ব। দেশে মুমিনুল সে প্রস্তুতিরই ‘ফাইন টিউন’ করে নিচ্ছেন। টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দলের বিপক্ষে লড়তে হবে তাদেরই মাটিতে।মুমিনুলের নিজের জন্য তা আরও চ্যালেঞ্জিং। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিলেও জাতীয় দলের নেতৃত্ব ঘটনাক্রমে পেয়েছেন এবারই প্রথম। আর প্রথম চ্যালেঞ্জেই কি না ভারত সফর!

বিস্ময়বোধক চিহ্নটি সমর্থকদের জন্য। মুমিনুলের কিন্তু এসব নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই কঠিন। তা, প্রতিপক্ষ যে দলই হোক না কেন চ্যালেঞ্জ থাকেই। ছোট দলের বিপক্ষে কম বড় দলের বিপক্ষে বেশি,এই যা। তাই বলে অহেতুক চাপ নিয়ে ফেললে চলবে না। বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে খেলতে পারলে ভালো করার সম্ভাবনা বেশি। মুমিনুলের ভাবনা এমনই। আজ শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে সহজাত অধিনায়কোচিত সুরেই মুমিনুল বললেন, ‘ভারত সিরিজে চ্যালেঞ্জ আছে অনেক। আপনাকে ওই চ্যালেঞ্জ নিতে হবে। আপনি এই পর্যায়ে ক্রিকেট খেলছেন চ্যালেঞ্জ নিতে হবে। আর এ চ্যালেঞ্জ আসবেই। যত দিন আপনি ক্রিকেট খেলছেন তত দিন এই চ্যালেঞ্জ আসবেই। এটা নিতেই হবে। এরপর ওপর আর কোনো কিছুই নেই।’

সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় ভারত সফরে বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা আরও বেশি মনে করছেন বিশ্লেষকেরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জেতায় সফরের শুরুতেই মানসিকভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মুমিনুল মনে করেন এ সময়ে দলের জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। নিয়মিত অধিনায়ক সাকিব নিষিদ্ধ, পারিবারিক কারণে তামিমও দলে নেই। এ পরিস্থিতিতে ভারতের মাটিতে জয়টা মনস্তাত্ত্বিকভাবে টেস্ট সিরিজেও ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করেন মুমিনুল, ‘আমি মনে করি এ সময়ে জেতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন, আমাদের কিছু ঝামেলা গিয়েছিল, এ হিসেবে চিন্তা করলে আমি বলব এমন জয় টেস্টেও বেশ কাজে দেবে। সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।’

চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকতে দলে মুমিনুলের জায়গা পাওয়া নিয়েই সংশয় ছিল। সময়ের পালাবাদলে সেই মুমিনুল এখন টেস্ট অধিনায়ক। জীবন কি বৈচিত্র্যময়? এ প্রশ্নের জবাবে মুমিনুলের রসিকতা, ‘জবাবটা তো আপনিই (সংবাদকর্মী) দিয়ে দিলেন!’ এরপর অবশ্য দেখা মিলল চিরচেনা শান্ত-স্নিগ্ধ এবং কিছুটা দার্শনিকসুলভ মুমিনুলের, ‘আজ কি হবে কাল কি হবে কেউ কিছু বলতে পারে না। আমি মনে করি নিজের জায়গায় সৎ থেকে কাজটা করে যেতে পারলে আপনি আপনার জায়গাটা ফিরে পাবেন। আপনার কাজটা সঠিক পথে হতে হবে অবশ্যই।’

টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় ২২ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।