ওমান ম্যাচের প্রস্তুতি ভালোভাবে সারল বাংলাদেশ

ওমানের বিপক্ষে খেলতে গেছে বাংলাদেশ দল। এএফপি ফাইল ছবি
ওমানের বিপক্ষে খেলতে গেছে বাংলাদেশ দল। এএফপি ফাইল ছবি

বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বে আগামী ১৪ নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে লক্ষ্যে ম্যাচ খেলতে এর মধ্যেই ওমানে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা। মূল ম্যাচের জন্য নিজেদের ঝালাই করতে কাল স্থানীয় লিগের দল মাসকট ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে তাদের। ৩-১ গোলের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বাংলাদেশের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। তবে এগিয়ে যাওয়া বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৫ মিনিট পরই পেনাল্টি থেকে গোল পরিশোধ করে সমতায় ফেরে মাসকট ক্লাব। বেশিক্ষণ সমতায় থাকাটা আবার পছন্দ হয়নি বসুন্ধরা কিংসের মিডফিল্ডার বিপলু আহমেদের। ২৮ মিনিটে তাঁর গোলেই আবারও এগিয়ে যায় বাংলাদেশ। স্কোরলাইন ২-১ এ রেখে প্রথমার্ধ শেষের বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বিপলুর ক্লাব-সতীর্থ স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি মাসকট ক্লাব। ফলে ৩-১ গোলের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

>

ওমানের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটা বেশ ভালোই হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। স্থানীয় লিগের দল মাসকট ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ-ওমান মধ্যকার ম্যাচটি আগামী ১৪ নভেম্বর আল সিব স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে এ লড়াই। পয়েন্ট তালিকায় উঠতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তিন ম্যাচ খেলে এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বাংলাদেশ। ওদিকে ওমান সমান ম্যাচ খেলে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ম্যাচটা জিততে পারলে আফগানিস্তান ও ভারতকে টপকে তিনে উঠে আসতে পারবেন জামাল ভূঁইয়ারা।