ইনিংসে ৯ শূন্য

মেয়েদের অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লিগ চলছে। ফাইল ছবি
মেয়েদের অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লিগ চলছে। ফাইল ছবি

স্কোরকার্ড কি বাইনারি পদ্ধতিতে লেখা শুরু করলেন স্কোরাররা?

কাল ময়মনসিংহে শুরু মেয়েদের অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগের ইনিংস দেখলে সেটিই মনে হওয়া স্বাভাবিক। স্কোরকার্ডে ১১ ব্যাটারের রানের জায়গায় যে শুধুই ০ ও ১। আটে নেমে সর্বোচ্চ ১০ রান লিজা সুলতানার। ১১ নম্বর ব্যাটার টুম্পা চৌধুরী অপরাজিত ১ রানে। প্রথম সাত ব্যাটারসহ বাকি নয়জনের সবাই ০ রানে আউট!

ভাগ্যিস, ময়মনসিংহের মেয়েরা বাই, লেগবাই, ওয়াইড মিলিয়ে ১৯টি রান দিয়েছিলেন। তাতেই ৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৩০ রান করতে পারে বরিশাল। ময়মনসিংহের নিজেদের ব্যাটিংও খুব ভালো হয়নি। প্রথমে ব্যাটিং করে ৫৯ রানে অলআউট। স্বাগতিকদের ইনিংসেও শূন্য তিনটি। রান তাড়ায় বরিশাল ৯ রানেই হারায় প্রথম ৬ উইকেট।

দিনের অন্য তিন ম্যাচে জিতেছে ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগ। সিলেটের বিপক্ষে রংপুরের শানু আক্তার ৫ রানে নিয়েছেন ৫ উইকেট। দিনের একমাত্র ফিফটি ঢাকার উন্নতি আক্তারের (৫৮*)।