সন্ধ্যায় বাংলাদেশের যুবাদের জর্ডান-পরীক্ষা

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গতকাল অনুশীলনে মারাজ হোসেন, দীপক নাথরা। ছবি: বাফুফে
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গতকাল অনুশীলনে মারাজ হোসেন, দীপক নাথরা। ছবি: বাফুফে
এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আজ সন্ধ্যায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ বাংলাদেশকে জিততেই হবে।


এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জর্ডান। চূড়ান্তপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ ইয়াসিন আরাফাতদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়।

গত ম্যাচে বাংলাদেশ দল ভালো লড়াই করেছিল বাহরাইনের বিপক্ষে। গোল পেতে ঘাম ঝরছিল স্বাগতিকদের। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে এক গোল, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আরও দুটি—মাঝখানের সময়ে বাংলাদেশের যুবাদের লড়াই তাই অর্থহীন হয়ে গেছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের ইংলিশ কোচ অ্যান্ড্রু পিটার টার্নারও হতাশ, ‘আমি হতাশ। এই ব্যবধানে হার মোটেও আমাদের প্রাপ্য না। দুই অর্ধেই আমরা লড়াই করেছি। কিন্তু শেষ সময়ে মনোযোগ হারানোর খেসারত দিতে হয়েছে।’

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ জর্ডানকে হারাতেই হবে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জর্ডান। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা আছে ৯৮ তম অবস্থানে। তাদের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা অসমই হওয়ার কথা। কিন্তু যুবাদের খেলা দেখে থাকলে আশা করা যেতেই পারে, সহজে পার পাবে না জর্ডান। বাংলাদেশ কোচ বরং জয়ের ব্যাপারে শুনিয়েছেন আশার কথা। পুরো এশিয়ায় ১১টি গ্রুপে বাছাইপর্ব হচ্ছে। এখান থেকে চ্যাম্পিয়ন ১১ দল এবং সেরা চার রানার্সআপ দল খেলবে আগামী বছর উজবেকিস্তানের চূড়ান্ত পর্বে।