কোহলি না, টেন্ডুলকারের সমকক্ষ রোহিত

সামর্থ্যে টেন্ডুলকারের সমকক্ষ রোহিত? ছবি : এএফপি
সামর্থ্যে টেন্ডুলকারের সমকক্ষ রোহিত? ছবি : এএফপি
>

ভারতের হয়ে কেউ ভালো ব্যাটিং করলেই তাঁর সঙ্গে শচীন টেন্ডুলকারের তুলনা দেওয়া হয় হরহামেশা। বর্তমান সময়ে এ ‘সৌভাগ্য’ জোটে মূলত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। নিয়মিতই টেন্ডুলকারের সঙ্গে তাঁর তুলনা করা হয়। কিন্তু সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের মতে, কোহলি নন টেন্ডুলকারের মতো কেউ ব্যাট করতে পারলে সেটা রোহিত শর্মা

রোহিতকে ‘হিটম্যান’ এমনিতেই বলা হয় না। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসে সর্বসাকল্যে ছক্কা যেখানে একটি রোহিত সেখানে একাই মেরেছেন ছয় ছক্কা।‘হিটম্যান’ রোহিতের ৪৩ বলে ৮৫ রানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তা দেখে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ এতটাই মুগ্ধ হয়েছেন যে, সোজা শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করলেন রোহিতকে।

কিন্তু কেন রোহিতের মধ্যে শচীনের ছায়া দেখছেন শেবাগ? তাঁর চোখে এ তুলনায় অধিনায়ক কোহলি কোন দিক থেকে পিছিয়ে? সেটাই খোলাসা করেছেন শেবাগ নিজেই, ‘শচীন খেলার সময় সবাইকে বলত, আমি যা করতে পারি, সেটা তুমিও করতে পারবে। কিন্তু তিনি বুঝতেন না, যেটা তিনি করতে পারেন তা সবার কম্মো না। রোহিত শর্মার ব্যাটিং দেখলে আমার বারবার সে কথাটাই মনে পড়ে। ও এমন কিছু করতে পারে, যা হয়তো বিরাট কোহলিও পারে না। চাপের মধ্যে এক ওভারে তিন-চারটা ছক্কা মারা, মাত্র ৪৫ বল খেলে ৮০-৯০ রান করা, এ শুধু রোহিতের পক্ষেই সম্ভব। কোহলিকেও নিয়মিত এমন ধুন্ধুমার ইনিংস খেলতে দেখিনি।'

পরিসংখ্যানে তাকালে শেবাগের এ সাহসী মতামত বাহুল্য বলে মনে হবে না কিন্তু। রোহিতের কাছে ছক্কা মারা যেন ডাল-ভাত। আন্তর্জাতিক ক্রিকেটে এবার সহ আগের দুই বর্ষপঞ্জির পরিসংখ্যান দেখুন—এ তিন বর্ষপঞ্জিতেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা রোহিতের। ২০১৭ সালে মেরেছেন ৬৫ ছক্কা, ২০১৮ সালে ৭৪ আর এ বছর ৬৬ ছক্কা নিয়েও রোহিত সবার ওপরে।