রোহিতের '৪০০' আটকাতে পারবে বাংলাদেশ?

ছক্কার আরেকটি রেকর্ড ডাকছে রোহিতকে। ছবি : এএফপি
ছক্কার আরেকটি রেকর্ড ডাকছে রোহিতকে। ছবি : এএফপি

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জেতার অন্যতম কারণ ছিল রোহিত শর্মার দ্রুত ফিরে যাওয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তা হয়নি। ভারতও সিরিজে ফিরেছে দুর্দান্তভাবে। কাল তৃতীয় ম্যাচে বাংলাদেশ যেমন চাইবে রোহিতকে আগেভাগে থামাতে, তেমনই গোটা ভারতও তাকিয়ে থাকবে রোহিতের ব্যাটে। আর ভারত সমর্থকদের আশা অনুযায়ী রোহিতের ব্যাট আবারও হাসলে দুর্দান্ত একটা মাইলফলক ছোঁয়া হয়ে যাবে ‘হিটম্যান’-এর।

তিন সংস্করণ মিলিয়ে গোটা ক্যারিয়ারে ৩৯৮টি ছক্কা মেরেছেন রোহিত। তৃতীয় ম্যাচে আর দুটি ছক্কা মারতে পারলে সব সংস্করণ মিলিয়ে চার শ ছক্কা মারতে পারা ক্রিকেটার হবেন তিনি। ইতিহাসে এ মাইলফলক তাঁর আগে ছুঁতে পেরেছেন মাত্র দুজন—ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল ও পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে তিন সংস্করণ মিলিয়ে এ দুজনকে টপকাতে বেশ কাঠখড় পোড়াতে হবে রোহিতকে। গেইলের মোট ছক্কা ৫৩৪ ও আফ্রিদির ৪৭৬।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ৩৯৮ ছয়ের মধ্যে ২৩২টি এসেছে ওয়ানডেতে। টি-টোয়েন্টি সংস্করণে এসেছে ১১৫ ছয়। টেস্টে রোহিতের ছক্কাসংখ্যা মাত্র ৫১টি। অবশ্য টি-টোয়েন্টি ও ওয়ানডের তুলনায় টেস্ট কম খেলেছেন তিনি। এ মুহূর্তে সংক্ষিপ্ততম সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তাঁর দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচে ৯২ ইনিংসে ২৫৩৭ রান রয়েছে তাঁর।

>

রোহিতের ছক্কা মারার ক্ষমতা সম্পর্কে সবাই-ই ওয়াকিবহাল। নাগপুরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুটি ছক্কা মারলেই দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলবেন ভারতীয় অধিনায়ক

এ তালিকার তৃতীয় অবস্থানটা রোহিতের কাছ থেকে শিগগিরই কেউ নিতে পারছেন না, এটা নিশ্চিত। রোহিতের সমান ৩৯৮ ছক্কা মারা কিউই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম এখন খেলা ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্সের কোচ। তালিকায় রোহিতের ঠিক পরের স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির (৩৫৯ ছক্কা) ক্যারিয়ারও যেকোনো দিন শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কার সনৎ জয়াসুরিয়া (৩৫২) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৩২৮) ও খেলা ছেড়ে দিয়েছেন। বর্তমানে নিয়মিত খেলতে থাকা ব্যাটসম্যানদের মধ্যে রোহিতের ‘কাছাকাছি’ আছেন শুধু ইংল্যান্ডের অধিনায়ক এয়ুইন মরগান, গোটা ক্যারিয়ারে ৩১১টা ছয় মেরেছেন তিনি। ওদিকে চার শ তো দূর, দু শ ছক্কাও মারা হয়নি বিরাট কোহলির। আরেকটি ছক্কা মারলে অবশ্য সব সংস্করণ মিলিয়ে দু শ ছক্কা হয়ে যাবে তাঁর।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা তামিম ইকবালের। তিন সংস্করণ মিলিয়ে ১৫৮টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকায় তাঁর অবস্থান ৪৭তম।