রোহিতের পর ধাওয়ানকে ফেরালেন শফিউল

আজ বাংলাদেশের দুটো কাজ বেশি প্রয়োজনীয় ছিল। এক টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া। আর রোহিত শর্মাকে যত দ্রুত সম্ভব দ্রুত ফেরানো। দুটো কাজেই সফল বাংলাদেশ। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে দারুণ শুরু করেছেন আল আমিন হোসেন। আর রোহিতকে মাত্র ২ রানে ফিরিয়ে দিয়েছেন শফিউল ইসলাম। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।

শফিউলের তৃতীয় বলে স্টাম্পে টেনে এনেছেন রোহিত। রোহিতকে ফিরিয়ে নিজের প্রথম ওভারে কোনো রান দেননি শফিউল। সিরিজের প্রথম মেডেন ওভার এটি! এর পর টানা টানা তিন ওভারে দুটি করে চার মেরেছে ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে শফিউলকে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন ধাওয়ান (১৯)। পঞ্চম বলে শ্রেয়াস আয়ারের ক্যাচ ফেলেছেন আমিনুল। তাই তৃতীয় উইকেটের পতন পাওয়ার প্লেতেই হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান ভারতের।