মধুর স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে কোহলি

টেস্টে ফিরছেন বিরাট কোহলি। ছবি : এএফপি
টেস্টে ফিরছেন বিরাট কোহলি। ছবি : এএফপি

বিসিসিআই কি ইচ্ছে করেই প্রথম টেস্টের ভেন্যু ইন্দোরে রেখেছে?

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আগামীকাল প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজটাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তরুণদের পরখ করে নেওয়ার উপলক্ষ হিসেবে দেখেছিল। স্কোয়াডে মূল খেলোয়াড়দের সঙ্গে ছিলেন শিভাম দুবে, দীপক চাহার, শ্রেয়াস আইয়ার, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসানের মতো তরুণ খেলোয়াড়েরা। বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কূলদীপ যাদবরা। এরপরেও ভারতকে তাঁদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ খুইয়েছে মুশফিক-মাহমুদউল্লাহরা। কিন্তু টেস্টে সেই ‘সুবিধা’ পাচ্ছে না বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে যাওয়া এই সিরিজের দুই টেস্টেই থাকছেন কোহলি, শামি, জাদেজা, পূজারা, অশ্বিন, কুলদীপরা। কোহলি ইন্দোরে ফিরবেন দুটি দ্বিশতকের অসাধারণ স্মৃতি মাথায় নিয়ে।

>বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে বিশ্রাম নিয়েছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, নিজের জন্মদিন উদ্‌যাপন করেছেন প্রিয়তমা স্ত্রীর সঙ্গে। কিন্তু টেস্টে যথারীতি ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক। লাল বলের ক্রিকেটে খেলতে নামার সময় তাঁর সঙ্গী হচ্ছে দুটি দ্বিশতকের অনন্য স্মৃতি।


প্রথমটা বাংলাদেশের বিপক্ষেই। শেষ বার বাংলাদেশের বিপক্ষে কোহলি যখন টেস্ট খেলতে নেমেছিলেন, ২০৪ রানের অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন। ২০১৬ সালে হায়দরাবাদে অনুষ্ঠিত সে টেস্টে বড় হার দেখেছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের স্পিনে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ওয়ানডে স্টাইলে ২৪৬ বল খেলে ২০৪ রান করেছিলেন তিনি।
শুধু সেটিই নয়। সর্বশেষ যখন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টেস্ট খেলতে নেমেছিলেন বিরাট কোহলি, সে ম্যাচেও হাঁকিয়েছিলেন দ্বিশতক। বাংলাদেশের বিপক্ষে দ্বিশতকটার চেয়ে ওই দ্বিশতকটি ছিল আরও ধীর আরও ঠান্ডা মাথার। নিউজিল্যান্ডের বিপক্ষে সে টেস্টে ২১১ রান করতে ৩৬৬ বল খেলেছিলেন, চার মেরেছিলেন বিশটি। সেবারও এক স্পিনারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন, সেবার তাঁকে আউট করেছিলেন জিতান প্যাটেল। ৩২১ রানের বিরাট ব্যবধানে সে টেস্ট জিতেছিল ভারত।

ভেন্যু, প্রতিপক্ষ সবকিছুই কোহলির পক্ষে। মুমিনুল হক ব্যাপারটা জানেন তো!