যে ৩০ রেকর্ড শুধুই শচীন টেন্ডুলকারের

বিশ্বকাপ জয়ের পর শচীন টেন্ডুলকার। ছবি : এএফপি
বিশ্বকাপ জয়ের পর শচীন টেন্ডুলকার। ছবি : এএফপি

১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচির জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আজ এই দিনে অভিষেক হয় কোঁকড়া চুলো এক ছেলের। পরের বছরগুলোয় ব্যাটিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন যিনি। সেই টেন্ডুলকার-অভিষেকের ৩০ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে টেন্ডুলকারের অনন্য ৩০ রেকর্ডের দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

১. আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি রানের মালিক টেন্ডুলকার—৩৪ হাজার ৩৫৭। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার রান তাঁর চেয়ে ৬ হাজার ৩৪১ কম। বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে টেন্ডুলকারের সবচেয়ে ‘কাছে’ আছেন বিরাট কোহলি। কোহলির রান ২১ হাজার ৩৬।

২. আন্তর্জাতিক ক্রিকেটে শতকের শতক শুধু টেন্ডুলকারেরই আছে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় পরবর্তী অবস্থানে আছেন কোহলি। টেন্ডুলকারকে ছুঁতে আরও ৩১টি সেঞ্চুরি লাগবে তাঁর।

৩. ওয়ানডে ক্রিকেটে ন্যূনতম দশ হাজার রান, ১০০ উইকেট আর ১০০ ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ড শুধু টেন্ডুলকারেরই আছে। ১৮,৪২৬ রান করেছেন, ১৫৪ উইকেট নিয়েছেন, ক্যাচ ধরেছেন ১৪০টি

৪. মোট ছয় বার এক পঞ্জিকাবর্ষে হাজারেরও বেশি টেস্ট রান করেছেন টেন্ডুলকার - ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৮, ২০১০ সালে

৫. যে নয় দলের বিপক্ষে টেস্ট খেলেছেন, প্রত্যেক দলের বিপক্ষে তাঁর গড় ন্যূনতম ৪০

৬. ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাঁর - ১৮,৪২৬। এই রেকর্ডেও তাঁকে ধাওয়া করছেন কোহলি - ১১,৫২০ রান

>

আজ থেকে ঠিক ৩০ বছর আগে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের।

৭. টেস্টে এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ব্যাটিং গড় তাঁর— ৫৪.৭৪

৮. ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি তাঁর (৪৯)

৯. ওপেনার হিসেবে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তাঁর - ১৫,৩১০

১০. এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তাঁর - ১,৮৯৪। ১৯৯৮ সালে করেছিলেন

১১. এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড তাঁর। ১৯৯৮ সালেই নয়টা ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি

১২. ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোয়ালিওরে, ২০১০ সালে

১৩. ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশিবার 'ম্যান অফ দ্য ম্যাচ' হয়েছেন তিনি, ৬২ বার

১৪. ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি 'ম্যান অফ দ্য সিরিজ'ও হয়েছেন তিনি, ১৪ বার

১৫. বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তাঁর - ২,২৭৮

১৬. বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও শচীন টেন্ডুলকারের। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান তুলেছিলেন তিনি। বিশ্বকাপের এক আসরে এর থেকে বেশি রান কেউই করতে পারেননি

১৭. বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি তাঁর - ৬টা। এই রেকর্ডটা সদ্যই ছুঁয়েছেন রোহিত শর্মা

১৮. ভারতের সবচেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। টেস্টে প্রথম সেঞ্চুরি করার সময়ে তাঁর বয়স ছিল ১৭ বছর ১০৭ দিন

১৯. টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি টেন্ডুলকারের - ৫১টি

২০. ওয়ানডেতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি তাঁর - ৯৬

২১. ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি - ৪৬৩

২২. টানা ১৮৫ ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার। এ রেকর্ড আর কারওর নেই

২৩. ৯০টি ভিন্ন ভিন্ন মাঠে খেলেছেন টেন্ডুলকার। এটাও একটা রেকর্ড

২৪. বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি টেন্ডুলকারের - ২১টি

২৫. টেস্ট আর ওয়ানডে মিলিয়ে মোট ২৭ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন টেন্ডুলকার। হিসেব করে দেখুন, সেগুলো না হলে আজ টেন্ডুলকারের সেঞ্চুরিসংখ্যা কত হতো!

২৬. টেস্টে সবচেয়ে বেশি দেড় শতাধিক রানের ইনিংস তাঁর। ২১ বার এই কাজ করেছেন তিনি। যদিও সেসব ইনিংসগুলোকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন মাত্র ছয় বার।

২৭. বিশ বছর বয়স হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটা সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার, এ কীর্তি আর কারওর নেই

২৮. প্রতিপক্ষের মাঠে গিয়ে টেস্টে ৮,১৪৫ রান করেছেন টেন্ডুলকার। এত বেশি রান আর কেউ করতে পারেননি

২৯. সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। দু'শ টেস্ট খেলার রেকর্ড একমাত্র তাঁর

৩০. একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশ হাজারেরও বেশি রান করার রেকর্ড টেন্ডুলকারের