'ওমানের কাছে চার গোল খাওয়ার মতো দল আমরা না'

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি: বাফুফে টুইটার পেজ
বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি: বাফুফে টুইটার পেজ

দ্বিতীয়ার্ধের দুঃস্বপ্নে বাংলাদেশ ৪-১ গোলে হার মানল ওমানের কাছে। প্রথমার্ধে স্বাগতিকদের আক্রমণ নস্যাৎ করতে পারলেও দ্বিতীয়ার্ধে তাল মিলিয়ে খেলতে পারেনি বাংলাদেশ। গোল খেয়েছে চারটি। দিতে পেরেছে একটি। সবই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দুর্দান্ত খেলা দলের কপালে চার গোল খাওয়াটা ঠিক খেলার আসল পরিস্থিতির বোঝাতে পারে না, এমনটা ভাবছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে।

জেমি খুব ভালো করেই জানেন ফুটবল দল হিসেবে ওমানের খেলার মান। তাই বলে চার গোল? বিশেষ করে প্রথমার্ধে সফলভাবে ওমানের একের পর এক আক্রমণ রুখে দেওয়ার পরেও? এটাই মানতে পারছেন না জেমি, ‘আমার একটা জিনিসের জন্যই খারাপ লাগছে। স্কোরলাইন বলছে আমরা চারটা গোল খেয়েছি, আমরা চার গোল খাওয়ার মতো দল না। আমার মনে হয় না এই ফল আমাদের প্রাপ্য।’

তবে জেমির নিজেরও মনে হয়েছে, ম্যাচের কিছু সময়ে ওমানকে একটু হলেও ছাড় দিয়েছে বাংলাদেশ। যেটা করা একদমই উচিত হয়নি। উচিত হয়নি দেখেই দুই দলের মাঝে ব্যবধানটা আরও বেশি প্রকট হয়ে উঠেছে, ‘ওমান আমাদের চেয়ে অনেক ভালো দল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি (ওমানের সঙ্গে তাল মিলিয়ে খেলার)। কিন্তু অত ভালো দলকে যদি আপনি সুযোগ দেন তারা সেটা কাজে লাগাবেই।’

>

কাল ওমানের বিপক্ষে চার গোল হজম করেছে বাংলাদেশ। বাংলাদেশের কোচ জেমি ডে-র এটা মানতে কষ্ট হচ্ছে। ওমানের চেয়ে বাংলাদেশ দুর্বল দল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বলে এক হালি গোল হজম করতে হবে, এটা যেন মানতেই পারছেন না জেমি

প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের ঠেকিয়ে রাখা যাবে, এমনটাই হয়তো আশা করেছিলেন বাংলাদেশের দর্শকেরা। কিন্তু কোন এক জাদুবলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্য চেহারায় ওমান। ৪৮ মিনিটে গোলের খাতা খোলেন জোহার। গোল হজম করে রক্ষণ মেজাজ থেকে বের হয়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশ। ইয়াসিন, রিয়াদুলদের রক্ষণভাগ ছেড়ে ওপরে উঠে আসার সুযোগটাই নিয়েছে স্বাগতিক দল। ৬৮ মিনিটে ২-০ করেছেন আল মান্দার। ডান প্রান্ত থেকে ক্রসে পোস্টের সামনে থেকে পা ছুঁয়ে গোলটি করেছেন তিনি।

ম্যাচের ৩ পয়েন্ট তখনই ওমানের প্রায় নিশ্চিত হয়ে যায়। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে আল আলাউয়ি দুর্দান্ত গোল করে ব্যবধান ৩-০ করেন। ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন বিপলু আহমেদ। বিপলুর সাইড ভলিতে করা গোলটি ছিল দৃষ্টিনন্দন। তখনো মনে হচ্ছিল আরও ব্যবধান কমাতে পারে বাংলাদেশ। কিন্তু উল্টো শেষ বাঁশি বাজার আগে ৪-১ করেছেন আল হিদি।

এ হারে ৪ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকল বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওমান।