বিপিএলে সব দলে লেগ স্পিনার আছে তো?

কাল অনুষ্ঠিত হলো বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছবি: প্রথম আলো
কাল অনুষ্ঠিত হলো বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছবি: প্রথম আলো
>বিপিএলে এবার প্রতিটি দলে বাধ্যতামূলকভাবে একজন লেগ স্পিনার রাখার নিয়ম করেছে বিসিবি। কাল প্লেয়ার্স ড্রাফটের পর আসুন দেখে নেই সব দল লেগ স্পিনার নিয়েছে কি না?

বিপিএলে এবার মাঠে গড়াবে বিশেষ টুর্নামেন্ট বঙ্গবন্ধু বিপিএল। এ বিশেষ টুর্নামেন্টে বিশেষ এক নিয়ম চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অংশ নেওয়া সব দলে বাধ্যতামূলকভাবে একজন লেগ স্পিনার খেলাতেই হবে। তাঁকে বাধ্যতামূলকভাবে ৪ ওভার বোলিং করাতে হবে। কাল বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে নিয়েছে অংশ নেওয়া সাতটি দল। আসুন জেনে নেই প্রতি দলে লেগ স্পিনার আছে কি না?

ঢাকা প্লাটুন সর্বনিম্ন খেলোয়াড় কোটা পূরণ করলেও এখনো দল গুছিয়ে নিতে পারেনি। আপাতত ১৬ জনের দলে ১০ জন দেশি ক্রিকেটার নিয়েছে দলটি, যেখানে এই ক্যাটাগরিতে খেলোয়াড় নেওয়া যাবে ১১জন। অর্থাৎ দেশি খেলোয়াড় ক্যাটাগরিতে আরও একজন নিতে পারবে ঢাকা প্লাটুন। এখন পর্যন্ত তাদের দলে স্বীকৃত স্থানীয় কোনো লেগ স্পিনার নেই। বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে আছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের চেয়ে এখন লেগ স্পিন পরিচয়েই সুযোগ পান বেশি।

পুরো দল গুছিয়ে নিতে পারেনি কুমিল্লা ওয়ারিয়র্সও। সর্বনিম্ন খেলোয়াড়সংখ্যার কোটাও পূরণ করতে পারেনি তারা। তবে ৯ জন দেশি খেলোয়াড় নিয়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে চাইলে আরও ২ জনে খেলোয়াড় নিতে পারবে তারা। এবং অন্তত দুজন বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করতে হবে কুমিল্লাকে। এখনো তাদের স্বীকৃত কোনো লেগ স্পিনার নেই। সাব্বির রহমান ‘পার্ট টাইম’ লেগ স্পিনার। সানজামুল ইসলাম বাঁ হাতি স্পিনার।

খুলনা টাইগার্সও পুরো দল গুছিয়ে নিতে পারেনি। ১০ জন দেশি খেলোয়াড় নিয়েছে তারা। আরও খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে খুলনার। যদিও এর মধ্যেই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দলে টেনেছে তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে নজর কাড়লেও দেশের ঘরোয়া ক্রিকেটে কিন্তু ব্যাটসম্যানের স্বীকৃতিটাই বেশি পেয়েছেন এ তরুণ।

রাজশাহী রয়্যালস দেশি খেলোয়াড়ের সর্বনিম্ন কোটা পূরণ করেছে। আপাতত ১০ জনকে দলে টেনেছে তারা। অবশ্য এর মধ্যেই দু-দুজন লেগ স্পিনার দলে টেনেছে রাজশাহী। ২০ বছর বয়সী মিনহাজুল আবেদিন আফ্রিদি ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিন দিয়ে এর মধ্যেই নজর কেড়েছেন। তাঁকে দলভুক্ত করেছে রাজশাহী। এ ছাড়াও আছেন অলক কাপালি। এক সময় জাতীয় দলে খেলা কাপালি ব্যাটসম্যান হিসেবে খ্যাতি পেলেও লেগ স্পিনটাও ভালোই জানেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিন দিয়েই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেশি খেলোয়াড়ের সম্পূর্ণ কোটা পূরণ করলেও দলটিতে স্থানীয় কোনো স্বীকৃত লেগ স্পিনার নেই। ১১ দেশি খেলোয়াড়ের মধ্যে মাহমুদউল্লাহ ও নাসির হোসেন অফ স্পিনার, এনামুল হক ও নাসুম আহমেদ বাঁ হাতি স্পিনার। তবে বিদেশে কোটায় জিম্বাবুয়ের লেগ স্পিনার রায়ান বার্ল আছেন দলে।

রংপুর রেঞ্জার্স দেশি খেলোয়াড়দের কোটা পূরণ করেছে লেগ স্পিনার নিয়েই। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ ‘এ’ দলে খেলা ১৭ বছর বয়সী লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে রংপুর।

দেশি খেলোয়াড়ের কোটা পূরণ করেছে সিলেট থান্ডার্সও। তবে দলটিতে কোনো স্থানীয় লেগি নেই। মোসাদ্দেক হোসেন ও সোহাগ গাজী অফ স্পিনার, নাজমুল হাসান বাঁ হাতি স্পিনার। বিদেশি কোটায় জীবন মেন্ডিসকে নিয়ে তারা লেগ স্পিনারের কোটা পূরণ করেছে।