আর্জেন্টিনার পর বার্সেলোনাতেও মেসির সঙ্গী হবেন লওতারো

মেসির সঙ্গে ক্লাবেও কি খেলার সুযোগ হবে মার্টিনেজের (বায়ে সামনে)? ছবি: রয়টার্স
মেসির সঙ্গে ক্লাবেও কি খেলার সুযোগ হবে মার্টিনেজের (বায়ে সামনে)? ছবি: রয়টার্স

গঞ্জালো হিগুয়েইন বিদায় বলে দিয়েছেন। তবে এখনো বহাল তবিয়তেই আছেন সার্জিও আগুয়েরো। তবে এই অভিজ্ঞ স্ট্রাইকার নয়, গোলের জন্য আর্জেন্টিনার ভরসা হয়ে উঠছেন লওতারো মার্টিনেজ। মেসির সঙ্গে মার্টিনেজের সম্ভাব্য জুটি নিয়ে আশায় বুক বাঁধছে আর্জেন্টিনার সমর্থকেরা। এ জুটির রসায়ন নিয়ে বার্সেলোনাও আগ্রহী উঠছে। কারণ, লুইস সুয়ারেজের উত্তরসূরি হিসেবে যে এই আর্জেন্টাইনকে পছন্দ হয়েছে কাতালানদের।

বার্সেলোনার হয়ে এখনো নিয়মিত গোল করছেন সুয়ারেজ। কিন্তু বাস্তবতা ভোলার উপায় নেই যে ক্যারিয়ারের সায়াহ্নে এই উরুগুইয়ান। এ কারণেই তাঁর বিকল্প খুঁজছে বার্সেলোনা। সুয়ারেজ নিজেও সম্প্রতি স্বীকার করেছেন বার্সেলোনার উচিত তাঁর বিকল্প খুঁজে বের করা। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ও সাবেক খেলোয়াড় এরিক আবিদালও বলছেন সুয়ারেজের বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গেছে, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে সৎ থাকি। লুইস এ কথা বলেছে কারণ গত বছরই আমি বলেছিলাম এমন কিছু হবে। আমরা একজন স্ট্রাইকার খুঁজব। সেও সেটা মেনে নিয়েছে কারণ দলের ভালো চায় ও।’

এর মাঝেই বার্সেলোনা আঁতোয়ান গ্রিজমানকে কিনে এনেছে। তবে আবিদালের নম্বর নাইন খোঁজা এখনো বন্ধ হয়নি, ‘এখনো কাকে কেনা হবে সে সিদ্ধান্ত নেওয়া হয়। যে কোনো পজিশন নিয়েই পরিকল্পনা করে রাখা হয়। শুধু সিদ্ধান্তটা পরিবর্তিত হয়। চোট থাকে, প্রথম প্রাধান্য থাকে, অনেক কিছুই থাকে।’ তবে স্ট্রাইকার হিসেবে লওতারোকে যে পছন্দ সেটা স্বীকার করেছেন আবিদাল। ইন্টার মিলানের হয়ে এ মৌসুমে মোট ৮ গোল আছে তাঁর। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলেছেন এই স্ট্রাইকার।

আবিদাল তাই প্রশংসায় কোনো বাদ রাখেননি এই ২২ বছর বয়সী আর্জেন্টাইনের ব্যাপারে, ‘সে পরিপূর্ণ এক খেলোয়াড়। আমার ধারণা সে সর্বোচ্চ পর্যায়ে দারুণ করছে। সে এমন এক খেলোয়াড় যার সম্পর্কে আমরা জানি। তবে ওর মতো আরও বেশ কিছু খেলোয়াড় আছে। আমি বার্সাকে চিনি। আমি জানি এখানে মানিয়ে নেওয়া কেমন। কিন্তু সে প্রতি সপ্তাহেই মাঠে নামে তাদের দিকে আমি খুব একটা মনোযোগ দিই না। আমি অন্যদের দিকেই নজর দিই।’