'কোচ তো আমাদের খাইয়ে দিতে পারবে না'

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আল আমিন। ছবি: বিসিবি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আল আমিন। ছবি: বিসিবি

কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে দু ধরনের রূপ দেখছেন। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখা দলটি টেস্ট এলেই চুপসে যাচ্ছে। নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হারের পর ভারতের মাঠেও প্রায় আড়াই দিনের মধ্যে হেরে গেছে বাংলাদেশ। এতে কোচ ডমিঙ্গো দলকে কী দিচ্ছেন সে প্রসঙ্গও উঠে যাচ্ছে। তবে দলে ফেরা পেসার আল আমিন হোসেন বলেছেন, ভালো করার দায়িত্বটা তাঁদের, কোচের নয়। 

ইন্দোর ছেড়ে আজ কলকাতায় এসেছে বাংলাদেশ। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে আল আমিন জানিয়েছেন অনুশীলনে সব ঠিকঠাক হচ্ছে কিন্তু মূল ম্যাচে গুবলেট পাকাচ্ছেন তারা, ‘অনুশীলন যতই করি না কেন কোচ তো আমাদের খাইয়ে দিতে পারবে না। আমাদের যে কাজ বা প্রক্রিয়াটা দেখিয়ে দেবেন, আমরা সেটা নিয়ে অনুশীলনে কাজ করব। ওখানেও কিন্তু সব ঠিকঠাক হচ্ছে। মাঠে চাপ থাকবে সব থাকবে কিন্তু কাজটা আমাদের। ভালো করার দায়িত্ব আমাদের। অনুশীলন যেমন ভালো হচ্ছে, সেটা মাঠের খেলাতেও দেখাতে হবে।’

মাঠে ভালো করতে হলে কী করতে হবে সেটা আল আমিনের জানা আছে। প্রথম টেস্টের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঠেকাতে যে বোলারদেরই দায়িত্ব নিতে হবে সেটাই বারবার করে বোঝালেন এই পেসার, ‘বল সবার জন্য তো একই। ভালো জায়গায় বল করতেই হবে। বলটা একটু ভিন্ন এটা সত্যি। লাল বলের চেয়ে সিমটা একটু শক্ত। বলটা দ্রুত চকচকেও করা যায়। ভালোই হবে (বোলারদের জন্য)। কন্ডিশন যদি ভালো থাকে, আমরা যারা পেস বোলার খেলব তাদের দায়িত্ব অনেক। কারণ ভালো জায়গায় বল করতে হবে।ওদের সুযোগ দেওয়া যাবে না, ওদের সবাই উঁচু মানের ব্যাটসম্যান। বোলারদের বড় এক পরীক্ষা। বলটা যেহেতু ভালো, আমরা যদি ভালো বল করি তাহলে টেস্টটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’

ইডেন টেস্টে সবাই অবশ্য বোলারদের নিয়েই পড়ে আছেন।। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সে ম্যাচে গোলাপি বলে খেলবে বাংলাদেশ। আল আমিন বলছেন তাঁরাও ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায়, ‘আসলে আমরা সবাই উন্মুখ হয়ে আছি গোলাপি বলের এই ঐতিহাসিক টেস্টের জন্য। আমরা এতে অপরিচিত, ভারতও অপরিচিত, বলটাও নতুন। সে হিসেবে চ্যালেঞ্জিং ম্যাচ হবে। গত কয়েক দিন আমরা এ বলে অনুশীলন করছি। কলকাতাতেও আরও দুই দিন সুযোগ পাব। সবকিছু মিলিয়ে অতীতে যা হয়েছে তা নিয়ে ভাবলে তো সামনে এগোনো যাবে না। দল হিসেবে কীভাবে ভালো করা যায় সে চিন্তাই করছি। কীভাবে প্রতিরোধ করা যায় সে চেষ্টাই থাকবে।’