কলকাতায় অভিষেকের সুযোগ পাচ্ছেন না সাইফ

চোট পেয়েছেন সাইফ। ছবি : প্রথম আলো।
চোট পেয়েছেন সাইফ। ছবি : প্রথম আলো।
>বাংলাদেশের প্রথম দিনরাতের টেস্টে সুযোগ পাবেন প্রতিশ্রুতিশীল ওপেনার সাইফ হাসান, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু আঙুলের চোটে পড়ায় সে সম্ভাবনাটা উবে গেল।

দুর্দান্ত ফর্মের থাকার পুরস্কার পেয়েছিলেন টেস্ট দলে ডাক পেয়ে। প্রথম টেস্টে দুই ওপেনার সাদমান-ইমরুল ব্যর্থ হওয়ার কারণে দ্বিতীয় টেস্টে সাইফ হাসানের অভিষিক্ত হওয়ার সুযোগ ছিল। মনে করা হচ্ছিল, কলকাতায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিনরাতের টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সাইফ হাসান। কিন্তু বেরসিক চোট সেটা হতে দিল না।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে বিকল্প ফিল্ডার হিসেবে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েছিলেন সাইফ। গালিতে দাঁড়িয়ে চেতেশ্বর পূজারার ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান ডান হাতের কনিষ্ঠায়। এরপর থেকেই বিশ্রামে ছিলেন। ভেবেছিলেন, অনুশীলন না করে আঙুলকে পূর্ণ বিশ্রাম দিলেই হয়তো কলকাতা টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেটা হয়ে ওঠেনি। ব্যথা এখনো আছে। তাই এখনই মাঠে নামা হচ্ছে না সাইফের। দলের ডাক্তাররাও তাঁকে কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি।

তবে সাইফের বিকল্প কে হবেন, আদৌ কেউ হবেন কিনা, সেটা এখনো জানা যায়নি।