ঢাকায় পাকিস্তানের কাছে হার ভারতের

ইমার্জিং কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ছবি: প্রথম আলো
ইমার্জিং কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ছবি: প্রথম আলো
>ঢাকায় ইমার্জিং কাপের সেমিফাইনালে আজ রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ সব সময়ই আগুনে লড়াই। তা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যেকোনো পর্যায়ের ক্রিকেটেই। ঢাকায় আজ এমনই এক আগুনে দ্বৈরথে ভারতের ইমার্জিং দলকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তানের ইমার্জিং দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং কাপ চলছে ঢাকায়। আজ শেরেবাংলা স্টেডিয়ামে সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলের খেলোয়াড়েরাই হয়তো সামনের দিনগুলোতে প্রতিনিধিত্ব করবেন নিজ নিজ দেশের জাতীয় দলের। উদীয়মান এসব ক্রিকেটার দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছে। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছিল পাকিস্তান। তাড়া করতে নেমে শেষ ওভারে ৮ রান তুলতে পারেনি ভারত। ৪ রান তুলে হার মেনে নিতে হয়েছে বিআর শরথের দলকে।

পাকিস্তান ইমার্জিং দলের হয়ে ৯৭ বলে ৬৬ রান করেন ওপেনার ওমাইর ইউসুফ। ৪৭ রানে অপরাজিত ছিলেন সাইফ বদর। ভারতের হয়ে সনভীর সিং ৭৬ রান করলেও তা দলের জয় এনে দিতে যথেষ্ট ছিল না। শেষ ওভারে প্রয়োজনীয় রানটাই যে তুলতে পারেননি সিদ্ধার্থ দেশাই ও চিন্ময় সুতার। পাকিস্তানের হয়ে ৫ ওয়ানডে খেলা পেসার মোহাম্মদ হাসনাইন ২ উইকেট নেন। কাল সেমিফাইনালের অপর ম্যাচে আফগানিস্তান ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে শনিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল।