প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আপ্লুত সৌরভ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেটপ্রেম মুগ্ধ করেছে সৌরভ গাঙ্গুলীকে। ছবি: এএফপি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেটপ্রেম মুগ্ধ করেছে সৌরভ গাঙ্গুলীকে। ছবি: এএফপি

কলকাতা টেস্টে নাকানিচুবানি খেয়েছে মুমিনুল হকের দল। ৫ দিনের গোলাপি বলের টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন দিনের শুরুতেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনেই জয় করেছেন কলকাতা। সেটি তাঁর ক্রিকেটপ্রেম দিয়েই। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রিকেট-প্রেমে। ভারতের সাবেক অধিনায়ক এই ক্রিকেট প্রেমে রীতিমতো আপ্লুত।

আজ ম্যাচ শেষ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে নিজের আবেগ চেপে রাখতে পারেননি সৌরভ, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী অবিশ্বাস্য। তাঁকে আমার অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। একজন প্রধানমন্ত্রী বলছেন, “আমি সারা দিন খেলা দেখব, হোটেলে যাব না।” একজন প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা অবিশ্বাস্য।’

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সৌরভকে এরই মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌরভ সেটি গ্রহণও করেছেন। আজ বললেন কেবল প্রধানমন্ত্রীর জন্যই তিনি ঢাকায় আসবেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমি ঢাকায় যাব। শুধু ওনার জন্যই যাব।’