নিজেকে পিছিয়ে মেসিকেই এগিয়ে রাখছেন এমবাপ্পে

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি
পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি

দেখতে দেখতে ব্যালন ডি’অর পুরস্কারের সময় ঘনিয়ে এসেছে। ২ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে বর্ষসেরা ফুটবলারের এ পুরস্কার। সে জন্য মনোনীত ৩০ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত হয়েছে বেশ আগেই। এবার নাকি মূল লড়াইটা হবে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি এবং জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে নিজেকে এ দৌড়ে রাখছেন না। তবে ক্যারিয়ারে একদিন ব্যালন ডি’অরের দেখা পাবেন বলেই বিশ্বাস করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড।

এমবাপ্পের নামটা মেসি-রোনালদোর সঙ্গেই উচ্চারিত হয়। গত বিশ্বকাপে ঝলক দেখানো এ তারকাকে তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই বর্ষসেরাদের কাতারে রাখা হচ্ছে। কিন্তু এমবাপ্পের নিজের বিশ্বাস এবার ব্যালন ডি’অর জেতার মতো পারফরম্যান্স তিনি দেখাতে পারেননি। নিজের চেয়ে ভালো করা ফুটবলারদের দেখতে পাচ্ছেন এমবাপ্পে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ বছর? আপনাকে বাস্তববাদী হতে হবে। এবার এটা জয়ের যোগ্য আমি নই। আমার চেয়েও ভালো করেছে, এমন অনেক ফুটবলার আছে।’

>

এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে দেখছেন না কিলিয়ান এমবাপ্পে। পিএসজি তারকার চোখে ফেবারিট লিওনেল মেসি

২০১৮-১৯ মৌসুমে লিগ ওয়ানে ২৯ ম্যাচে ৩৩ গোল করেন এমবাপ্পে। এবার সম্ভাব্য বিজয়ী হিসেবে লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন ফরাসি এ তারকা, ‘ব্যক্তিগতভাবে আমি এ বছর মেসিকেই সেরা বলব।’ নিজের সম্ভাবনা না থাকা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন এমবাপ্পে, ‘পিএসজির হয়ে আমরা সব জাতীয় পর্যায়ের শিরোপা জিততে পারিনি। চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে পারিনি। হ্যাঁ, ব্যক্তিগত সাফল্য বিচারে বেশ কিছু ট্রফি জিতেছি কিন্তু ফুটবল একার খেলা নয়, এটা মানতেই হবে।’ এমবাপ্পে মনে করেন তাঁর বর্ষসেরার পুরস্কার জয়ের সুযোগ এখনো সামনে পড়ে আছে, ‘জেতার মতো সময় এখনো আছে। আমার কোনো তাড়া নেই। এসব বিষয় আমাকে তাড়া করে না।’

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এমবাপ্পের ক্লাব পিএসজি।