যখন তাঁর প্রেমে পড়াও বারণ

আজ সবার নজর থাকবে এমবাপ্পের ওপর। ছবি: রয়টার্স
আজ সবার নজর থাকবে এমবাপ্পের ওপর। ছবি: রয়টার্স

বার্নাব্যুতে আজ মহারণ। এখনো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয়নি রিয়াল মাদ্রিদের। এই প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষেই চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে উড়ে গিয়েছিল রিয়াল। সেটাও নেইমার-এমবাপ্পেবিহীন এক দলের বিপক্ষে। বার্নাব্যুর ম্যাচ তাই বারুদ নিয়ে অপেক্ষা করছে। তবু সে ম্যাচ নিয়ে যেন কারও আগ্রহই নেই! সবাই কথা বলছেন কিলিয়ান এমবাপ্পে ও তাঁর সম্ভাব্য রিয়াল যাত্রা নিয়ে।

রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে চায়, এটা এখন প্রকাশ্য ঘোষণা। এর মাঝেই ম্যাচের আগে দলের নতুন তারকা এডেন হ্যাজার্ড বলেছেন, আজ তিনি এমবাপ্পেকে রিয়ালে আসার ব্যাপারে প্রলোভন দেখানোর চেষ্টা করবেন। এটুকুতে থামলেও চলত। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জিনেদিন জিদানকে এমবাপ্পের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে জিদানের সহজ স্বীকারোক্তি, ‘আমি বহু আগ থেকেই ওর প্রেমে মজে আছি!’

প্রতিপক্ষ কোচের এমন প্রশংসা যেকোনো খেলোয়াড়ের জন্যই বড় প্রাপ্তি। কিন্তু এমবাপ্পের বর্তমান কোচের সেটা ভালো লাগার কথা নয়। টমাস টুখেল এ প্রসঙ্গে জবাবটা একটু ঘুরিয়েই দিয়েছেন। পিএসজি কোচ রসিকতার ছলে জানিয়েছেন, এমবাপ্পেকে তিনিও কম ভালোবাসেন না, ‘আমি জানি না জিদান এমবাপ্পের প্রেমে কীভাবে পড়েছে, তবে আমরা আসলেই আমাদের খেলোয়াড়দের ভালোবাসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে আমাদের খেলোয়াড়। আমরা সবাই খুশি যে সে আমাদের সঙ্গে আছে। যখন যা চেয়ে পান না, তখন তা আরও বেশি পেতে ইচ্ছা করে।’

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এরপরই ম্যাচ প্রসঙ্গে চলে এসেছেন টুখেল। পাছে কেউ আবার এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদ নিয়ে প্রশ্ন তোলেন! আজ বাংলাদেশ সময় রাত ২টার ম্যাচে রিয়ালকে বেশ সম্মান দেখাচ্ছেন টুখেল, ‘এ ম্যাচকে কঠিন বানিয়ে দিচ্ছে অনেকগুলো কারণ। প্রথমত আমরা মাদ্রিদে খেলতে এসেছি, সবচেয়ে কঠিন স্টেডিয়ামগুলোর একটি। মাঠের সব প্রান্তেই নেতা আছে মাদ্রিদের। আর এখন তো ওরা বেশ ভালো খেলছে এবং ভালো ফর্মে আছে। এখন অনেক বেশি ম্যাচ জিতছে এবং গোলও খাচ্ছে না।’

নিজেদের মাঠে মাদ্রিদকে ৩-০ গোলে হারানোর সুখস্মৃতি ভুলেই গেছেন টুখেল। বার্নাব্যুতে সেরা দুই অস্ত্র নেইমার-এমবাপ্পেকে পেয়েও আত্মবিশ্বাসী শোনাচ্ছে না টুখেলকে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা দলের প্রতি তাঁর শ্রদ্ধা টের পাওয়া যাচ্ছিল ভালোভাবেই, ‘মাদ্রিদের বিপক্ষে এখন খেলা খুব কঠিন। বিশেষ করে ঘরের মাঠে। কিন্তু আমরাও গোছানো দল। আমরাও ভয়ংকর হতে পারি এবং ওদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেব।’