বিপিএল খেলতে হবে, জানেনই না গেইল

এই বছর আর খেলতে চাচ্ছেন না গেইল। ছবি : ছবি: এএফপি
এই বছর আর খেলতে চাচ্ছেন না গেইল। ছবি : ছবি: এএফপি
>বছরের বাকি সময়টা বিশ্রাম নিতে চান ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, কিছুই খেলার ইচ্ছে নেই তাঁর। বিপিএলে কীভাবে তাঁর নাম এল। কীভাবে একটি দল তাঁকে দলে নিল, এসবের কিছুই জানেন না এই ক্যারিবীয় তারকা

এবারের বিপিএল হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। নতুন বিপিএলের জন্য মহাসমারোহে কয়েক দিন আগেই হয়ে গেল খেলোয়াড়দের ড্রাফট। ড্রাফটে শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটসম্যান ক্রিস গেইলকে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু গেইল নিজে বলছেন অন্য কথা। তাঁকে বিপিএলের দলটি কীভাবে নিল সেটা নাকি তিনি নিজেই জানেন না!
বিপিএলের ড্রাফটে কে তাঁর নাম পাঠিয়েছে, কীভাবে তাঁর নাম নিলামে উঠল, তিনি কোন দলের হয়ে খেলবেন — এসব কিছুই জানেন না ‘ইউনিভার্স বস’। জানিয়ে দিয়েছেন, বছরের বাকি সময়টা আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, কোথাও খেলার ইচ্ছে নেই। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না, বোর্ডকে এর মধ্যেই জানিয়ে দিয়েছেন গেইল, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে বলেছিল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে। কিন্তু আমি খেলছি না। নির্বাচকেরা চান, তরুণদের সঙ্গে আমি খেলি। কিন্তু এ বছর আমি আর ক্রিকেট খেলতে চাচ্ছি না। বিরতি নিচ্ছি।’

শুধু বিপিএল নয়, বছরের শেষে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাস। সেখানেও খেলার ইচ্ছে নেই গেইলের, ‘বিগ ব্যাশে এবার খেলছি না। জানি না, সামনে কোন টুর্নামেন্টে আবার মাঠে নামব।’


বিপিএলের খেলোয়াড় ড্রাফটে যে তাঁর নাম উঠেছে, তাঁকে যে একটা দল কিনেছেও, এসব কিচ্ছু জানেন না গেইল, ‘আমি এমনকি এটাও জানি না, আমার নাম কীভাবে বিপিএলে পৌঁছে গেল। আমাকে একটি দলে নেওয়া হয়েছে, নিজেও জানি না সেটা কীভাবে হলো।’

গেইল যদি না খেলেন, তাহলে সেটা বড় সমস্যার জন্ম দেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। এমনিতেই দেশীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম হিসেবে তারা যাকে দলে টেনেছে, সেই মাহমুদউল্লাহ চোটের কারণে আদৌ বিপিএল খেলতে পারবেন কিনা, সেটিও নিশ্চিত নয়। এর ওপরে গেইলের এ কথা বিপিএলকে শুরুর আগেই ঠেলে দিল একটা বিতর্কের মুখে।