'পর্বতমানব'-এর ঘূর্ণিতে ফাঁসল আফগানিস্তান

রাকিম কর্নওয়াল। আজ আফগানিস্তানের বিপক্ষে। ছবি: উইন্ডিজ ক্রিকেট টুইটার পেজ
রাকিম কর্নওয়াল। আজ আফগানিস্তানের বিপক্ষে। ছবি: উইন্ডিজ ক্রিকেট টুইটার পেজ
>লক্ষ্মৌ টেস্টে রাকিম কর্নওয়ালের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান।

ছিপছিপে শরীরকে তিনি কাঁচকলা দেখিয়েছেন। ওজন ১৪০ কেজির বেশি, উচ্চতা সাড়ে ৬ ফুট। মাঠে হাঁটলে ‘চলন্ত পর্বত’ বলে রসিকতা করতে পারেন অনেকেই। অবশ্য রাকিম কর্নওয়াল ‘মাউন্টেন ম্যান’ ডাকনামটা তো আর এমনিতেই পাননি! আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার হওয়ার রেকর্ডটিও তাঁর। লক্ষ্মৌ টেস্টে আজ এই পর্বতের ঘূর্ণিতেই ফেঁসেছে আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই একমাত্র টেস্টে আগে ব্যাট করে ১৮৭ রানে অলআউট হয় আফগানরা। ৭৫ রানে ৭ উইকেট নিয়েছেন কর্নওয়াল। আজ প্রথম দিনে সকালের সেশনে এবং দিনের শেষ দিকে নিজের অফ স্পিন ঘূর্ণিতে রশিদ খানদের ফাঁসিয়েছেন কর্নওয়াল। পরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেট দুই স্পিনার আমির হামজা এবং রশিদ খানের।

ওপেনার ইব্রাহিম জাদরানকে তুলে নিয়ে পতনের শুরু করেন কর্নওয়াল। রহমত শাহ, ইহসানউল্লাহ, আসগর আফগানদেরও তুলে নিয়ে দলটির মিডলঅর্ডারও ভেঙেছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের মধ্যে কোনো টেস্টে প্রতিপক্ষের প্রথম ইনিংসে এটা দ্বিতীয় সেরা বোলিং। ৪৮ বছর আগে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ৯৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন ক্যারিবীয় স্পিনার জ্যাক নরিয়েগা।

ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিংয়ের নজিরও এখন কর্নওয়ালের। এর মধ্য দিয়ে ক্যারিবীয় পেস কিংবদন্তি এন্ডি রবার্টসের স্মৃতি ফেরালেন কর্নওয়াল। ১৯৭৫ সালে স্বাগতিকদের বিপক্ষে ৬৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন রবার্টস। পাশাপাশি টেস্টে ভারতের মাটিতে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মুখ দেখলেন কর্নওয়াল।