ভারতীয় দলে জায়গা পেতে ধোনির 'আইপিএল পরীক্ষা'

মহেন্দ্র সিং ধোনি। ছবি: এএফপি
মহেন্দ্র সিং ধোনি। ছবি: এএফপি
>ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ধোনি থাকবেন কি না, সেটি আইপিএলে তাঁর পারফরম্যান্সের ওপর নির্ভর করছে—জানিয়েছেন রবি শাস্ত্রী

আগামী বছর এপ্রিলে শুরু হয়ে মে মাসে শেষ হবে আইপিএলের নতুন মৌসুম। এর প্রায় চার মাস পর ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল বাছাইয়ে এবারের আইপিএল নিশ্চিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির জন্য। ভারতের কোচ রবি শাস্ত্রীর মতে ধোনি দলে থাকবেন কি না, সেটি অনেকটি ঠিক করে দেবে তাঁর আইপিএল পারফরম্যান্স।

২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেটের বাইরে রয়েছেন ধোনি। ৩৮ বছর বয়সী সাবেক এ ভারতীয় অধিনায়ক কবে অবসর নেবেন, সে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরে। শাস্ত্রী এর আগে নিজেই বলেছিলেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলা ‘নিতান্তই অসম্মানজনক।’ প্রায় এক মাসের মধ্যেই আবারও একই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন ভারতের এ কোচ, ‘সে (ধোনি) কখন খেলা শুরু করবে এবং আইপিএলে কেমন করবে তার ওপর সবকিছু নির্ভর করছে। ধোনির বিপরীতে উইকেটরক্ষকের গ্লাভস হাতে বাকিরা কি করছে তাও দেখতে হবে। আইপিএল তাই গুরুত্বপূর্ণ, ১৫জনের বেশির ভাগ চূড়ান্ত হওয়ার আগে এটাই শেষ টুর্নামেন্ট।’

এদিকে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইপিএলের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি। তাঁর ঘনিষ্ঠ সূত্র মারফত খবরটি জানিয়েছে এ সংবাদমাধ্যম। পিটিআইকে সেই সূত্র বলেছেন, ‘এমএস ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিলে আইপিএল শেষ হওয়ার পরই নেবে। সে অনেক বড় মাপের খেলোয়াড় বলেই এ নিয়ে গুঞ্জন থামবে না। এখন সে ফিটনেস নিয়ে ব্যস্ত, গত এক মাস ধরে কঠোর পরিশ্রম করছে।’

ধোনির বিকল্প হিসেবে ঋষভ পন্তকে তৈরি করছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের জন্য তাঁকে প্রস্তুত রাখতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়। এ সময় সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলে নিজেকে প্রস্তুত করছেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশ্বকাপের পর ভারত তিনটি টি-টোয়েন্টি সিরিজ ও একটি ওয়ানডে সিরিজ খেললেও ধোনি দলের অংশ ছিলেন না।