আফগানদের বিপক্ষে উইন্ডিজের 'পর্বত মানবের' রেকর্ড

রাকিম কর্নওয়াল। স্পিন ভেলকি দেখাচ্ছেন এ অলরাউন্ডার। ছবি: ফক্স ক্রিকেট টুইটার পেজ
রাকিম কর্নওয়াল। স্পিন ভেলকি দেখাচ্ছেন এ অলরাউন্ডার। ছবি: ফক্স ক্রিকেট টুইটার পেজ
>লক্ষ্ণৌ টেস্টে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচেই ১০ উইকেটের দেখা পেলেন ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়াল

ষাট, সত্তর কিংবা আশির দশকে ওয়েস্ট ক্রিকেট মানেই পেসারদের স্বর্গরাজ্য। কিন্তু তখন পেসারদের মাঝেই নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন ল্যান্স গিবস। সেটি শুধুই তাঁর উচ্চতা ও বড় আঙুলের জন্য নয়, স্পিন দিয়েই নিজেকে চিনিয়েছিলেন গিবস। টেস্টে প্রথম স্পিনার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন সাবেক এ ক্যারিবীয় স্পিনার। লক্ষ্ণৌ টেস্টে আজ সেই গিবসকেই মনে করিয়ে দিলেন ‘মাউন্টেন ম্যান’খ্যাত রাকিম কর্নওয়াল।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই আলাদা করে নজর কেড়েছেন কর্নওয়াল। তাঁর ১৪০ কেজির বেশি ওজনদার শরীরটা ছিল তখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার খোরাক। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার বলে কথা! কিন্তু ক্রিকেটীয় প্রতিভা দেখিয়ে অক্রিকেটীয় এসব বিষয় পেছনে ফেলে নতুন কিছুর ইঙ্গিতই দিচ্ছেন এ অলরাউন্ডার। মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি পেলেও কর্নওয়াল এখন আলোচনায় তাঁর স্পিন-প্রতিভার জন্য। আফগানিস্তানের দুই ইনিংস মিলিয়ে ১১৬ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি।
আফগানিস্তানের প্রথম ইনিংসে (১৮৭ রান) ৭৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন কর্নওয়াল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৭৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আজ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রশিদ খানের দল। ৭ উইকেটে ১০৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। আফগানদের দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন কর্নওয়াল। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ম্যাচে ন্যূনতম ১০ উইকেটের মুখ দেখলেন তিনি। আর তাতে উঠে এসেছে গিবসের স্মৃতি।
উপমহাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের মধ্যে এত দিন এক টেস্টে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছিলেন গিবস। ১৯৭৫ সালে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২০১ রানের জয়ে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন সাবেক অফস্পিনার। অফ স্পিনে নিজের এ পূর্বসূরিকেই আজ পেছনে ফেললেন কর্নওয়াল। উপমহাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম স্পিনার হিসেবে টেস্ট ম্যাচে ১০ উইকেট নিলেন ২৬ বছর বয়সী এ অলরাউন্ডার।
লক্ষ্ণৌ টেস্টে আরও তিন দিন বাকি। তবে ম্যাচের ভাগ্য এর মধ্যেই মোটামুটি নিশ্চিত। হাতে ৩ উইকেটে রেখে আপাতত ১৯ রানের লিড নিতে পেরেছে আফগানিস্তান। কাল অলৌকিক কিছু না ঘটলে আফগানদের দ্বিতীয় ইনিংসের খুব বেশি দূর গড়ানো সম্ভাবনা নেই। উইকেটে রয়েছেন আফসার জাজাই। রশিদ খান এখনো ব্যাটিংয়ে নামেননি।