স্ত্রীর পক্ষে মুখ খুললেন বিরাট কোহলি

স্ত্রী আনুশকা শর্মার পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। ছবি : এএফপি
স্ত্রী আনুশকা শর্মার পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। ছবি : এএফপি
কিছুদিন আগে বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। সে মন্তব্য শুনে চটে গিয়ে পাল্টা বক্তব্য দিয়েছিলেন আনুশকা। স্ত্রী কথা বললেও এত দিন ব্যাপারটা নিয়ে মুখ খোলেননি বিরাট। এত দিন পর সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন বিরাট কোহলি


বিরাট কোহলি-আনুশকা শর্মা, বর্তমানে ভারতের সবচেয়ে বড় ‘পাওয়ার কাপল’ হয়তো এরাই। স্বামী-স্ত্রী দুজনই তারকা হলে যা হয়, প্রতিনিয়ত দুজনকে নিয়ে আলোচনা যেমন হয়, সমালোচনাও কম হয় না। আনুশকার জন্য বিরাটকে, বা বিরাটের জন্য আনুশকাকে টেনে এনে অপ্রাসঙ্গিকভাবে কথা বোলার মানুষও কম নেই। ফারুক ইঞ্জিনিয়ারই যেমন। সেদিন হুট করে বলে বসলেন, কোহলি ও তাঁর স্ত্রীর সেবাযত্ন করা ছাড়া বিসিসিআই নির্বাচকদের কোনো কাজ নেই। এত দিন এ নিয়ে প্রতিক্রিয়া না দেখালেও অবশেষে মুখ খুলেছেন কোহলি। স্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি।

চাঁছাছোলা কথা বলার জন্য ফারুক ইঞ্জিনিয়ার বেশ বিখ্যাত। সাবেক এই ক্রিকেটার তোপ দেগেছিলেন নির্বাচকদের উদ্দেশ্যে। ৪৬টি টেস্ট খেলা এই উইকেটরক্ষকের চোখে বর্তমান ভারত বোর্ডের নির্বাচকেরা সবাই অযোগ্য। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে বলেছিলেন, ‘আমাদের একটা মিকি মাউস নির্বাচক কমিটি আছে।’

ফারুক ইঞ্জিনিয়ারের দাবি, এই নির্বাচক দল নাকি শুধু বিরাট কোহলির তোষামোদ করেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে টিকে রয়েছেন! সেটা যেভাবে বলেছেন তাতে কোহলির উত্তেজিত হওয়াটা অস্বাভাবিক নয়, ‘আনুশকা শর্মাকে চা এনে দেওয়া ছাড়া তাদের কোনো কাজ করতে দেখি না! ওরা কীভাবে এক কাজের জন্য যোগ্য হয়? সবগুলা মিলে তো ১০-১২টা টেস্ট খেলেছে। নির্বাচকদের মধ্যে একজনকে তো চিনিই না আমি। বিশ্বকাপে ভারতীয় দলের ব্লেজার পরা একজনকে দেখলাম, আবার বলা হলো সে নাকি দলের নির্বাচক। তখন প্রশ্ন করেছিলাম, এটা আবার কে?’

ফারুক ইঞ্জিনিয়ারের সেই বক্তব্যের পর পাল্টা জবাব দিতে দেরি করেননি আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুককে এক হাত নিয়েছিলেন তিনি, ‘আমাকে নির্বাচকেরা চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন, কথাটা একদম মিথ্যা। বিশ্বকাপে একটা ম্যাচই দেখতে গিয়েছিলাম আমি। তাও আবার ফ্যামিলি বক্সে বসেছিলাম। নির্বাচকদের বক্সে বসিনি।’

আনুশকা জবাব দিতে দেরি না করলেও, ফারুকের মন্তব্যের বিপরীতে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখাননি কোহলি। তবে সম্প্রতি ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে সেই ঘটনাটা। স্বাভাবিকভাবেই স্ত্রীকে সমর্থন করেছেন কোহলি, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দেখার জন্য আনুশকা এসেছিল। ওই একটা ম্যাচের জন্যই ও এসেছিল মাঠে, তাও ফ্যামিলি বক্সে বসে খেলা দেখেছিল। নির্বাচকদের বক্সে বসেনি ও। এমনকি সেই সময়ে কোনো নির্বাচক ছিলেনই না সেখানে। নির্বাচকদের নিয়ে কিছু বলতে চাইলে বলতেই পারেন। সেটা কিছু না। কিন্তু এখানে আনুশকার নাম টেনে আনার দরকার কী, আমি বুঝিনি। একটা মিথ্যাকে যদি বারবার বলা হয়, তা হলে সেটাকে এক সময় সত্যি বলেই মনে হয়। সত্যিটা জানানোর জন্য হলেও এক সময় মুখ খুলতেই হয়। একটা বিষয়কে আরও বেশি মুখরোচক করার জন্য মানুষ কেন আনুশকার নাম নেয়, আমার জানা নেই। দোষ চাপানোর জন্য আনুশকা হয়তো সহজ লক্ষ্যবস্তু, এ জন্যই হয়তো ওকে বারবার টেনে আনা।’