ফন ডাইককে একহাত নিলেন রোনালদোর বোন

কাতিয়া আভেইরো ও কাল ব্যালন ডি’অর অনুষ্ঠানে সস্ত্রীক ভার্জিল ফন ডাইক। ছবি: এএফপি
কাতিয়া আভেইরো ও কাল ব্যালন ডি’অর অনুষ্ঠানে সস্ত্রীক ভার্জিল ফন ডাইক। ছবি: এএফপি
>ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে পর্তুগিজ তারকাকে একটু মজা করেই খোঁচা মেরেছিলেন ভার্জিল ফন ডাইক। এতে লিভারপুল ডিফেন্ডারকে একহাত নিয়েছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো

প্যারিসে কাল ব্যালন ডি’অর অনুষ্ঠানে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে বেশ মজা করেই জুভেন্টাস তারকাকে পরোক্ষভাবে খোঁচা মারেন ভার্জিল ফন ডাইক। এতে লিভারপুল তারকার ওপর খেপেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো।

এবার বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে তৃতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০০৬ সালে ফাবিও ক্যানাভারোর পর প্রথম ডিফেন্ডার হিসেবে বর্ষসেরা ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি ফন ডাইকের। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ডাচ্‌ তারকাকে। মেসি যে এবার পুরস্কারটি জিতছেন সে ইঙ্গিত ছিল আগে থেকেই।

২০১১ সালের পর এই প্রথমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কারে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলেন রোনালদো। এ সময়ে চারবার পুরস্কারটি জেতেন তিনি। এবার জিততে পারবেন না বুঝতে পেরেই সম্ভবত ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাননি রোনালদো। এর বদলে তিনি সিরি ‘এ’ ফুটবলারের পুরস্কার নিতে উপস্থিত ছিলেন মিলানে। ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে ফরাসি টিভি চ্যানেল ‘আরটিএলসেভেন’ রোনালদোর অনুপস্থিতি নিয়ে জিজ্ঞেস করেছিল ফন ডাইককে। ২৮ বছর বয়সী এ ডিফেন্ডার মজা করে একটু খোঁচার সুরেই বলেন, ‘কেন, সে কি এ পুরস্কারটি জয়ে প্রতিদ্বন্দ্বী ছিল?’

ফন ডাইকের এ মজা সহ্য হয়নি রোনালদোর বোন কাতিয়া আভেইরোর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিভারপুল তারকাকে ধুয়ে দিয়েছেন তিনি, ‘এটা ভালোভাবেই জানা যে রোনালদো আজ (কাল) রাতে পুরস্কারটি জিতবে না। যদিও সবাই মিলে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিতেছি। প্রিয় ভার্জিল, তুমি কোথায় যাচ্ছ। রোনালদো কিন্তু হাজারবার ফিরে এসেছে। রোনালদো যেখানে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সেখানে তুমি এত দিন ধরে খেলেও জিততে পারোনি। এমনকি তুমি যেখানে (ইংল্যান্ড) খেলছ রোনালদো সেখানে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ছিল। তখন আমি তোমার চেয়েও ছোট ছিলাম।’

ইংল্যান্ডে থাকতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনবার লিগ শিরোপা জেতেন রোনালদো। জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগও। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেও লিগ শিরোপা জিততে পারেননি ফন ডাইক।