পেইনের ওপর 'দাদাগিরি', অস্বীকার স্মিথের

স্মিথের সমালোচনা করেছেন ইয়ান চ্যাপেল। ছবি : এএফপি
স্মিথের সমালোচনা করেছেন ইয়ান চ্যাপেল। ছবি : এএফপি

ঘটনাটা পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের।

ম্যাচ দেখতে দেখতে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান চ্যাপেলের মনে হলো, অধিনায়ক টিম পেইনকে নিজের ইচ্ছায় ফিল্ডিং সাজাতে দিচ্ছেন না সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। পেইনের ওপর ‘দাদাগিরি’ করছেন। নিজের অভিযোগ জানাতে দেরিও করেননি চ্যাপেল। বললেন, ‘পেইনকে অগ্রাহ্য করেই ম্যাচের মধ্যে ফিল্ডিং সাজাচ্ছিল স্মিথ। অফ সাইডে একজন ফিল্ডারকে চাচ্ছিল স্মিথ। এ জন্য পেইনের সঙ্গে কথাও বলল টুকটাক। তবে স্মিথের কথামতো পেইন ওই ফিল্ডারকে অফসাইডে পাঠাল বলে মনে হলো না। তারপর স্মিথ নিজেই সিদ্ধান্ত নিয়ে অফসাইডে ফিল্ডার পাঠিয়ে দিল। বিশ্বাস করুন, এগুলো দেখতে ভালো লাগে না। এ সব কাজ ইংল্যান্ডকে করতে দেখেছি আজীবন। দলের ছেলেরা যখন ইচ্ছা তখন ফিল্ডিং সাজাচ্ছে, অধিনায়কের কথা না মেনে।’

চ্যাপেলের ইঙ্গিত স্পষ্ট, দলের মধ্যে অধিনায়ক হিসেবে পেইনের কর্তৃত্ব খর্ব করতে চাইছেন স্মিথ।

>

অধিনায়ক টিম পেইনের সিদ্ধান্তে নাক গলাচ্ছেন স্টিভ স্মিথ, অধিনায়ককে তাঁর কাজ ঠিকমতো করতে দিচ্ছিলেন না, দু দিন আগে এমন অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল। সেই সমালোচনার জবাব এল স্মিথের কাছ থেকে

এত গুরুতর অভিযোগ গায়ে লাগবে, আর স্মিথ চুপ করে বসে থাকবেন, তা কী হয়? সেটা হয়নি। পেইনকে শুধু সাহায্যই করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন স্মিথ, 'সতীর্থ হিসেবে পেইনকে সাহায্য করাই আমার লক্ষ্য। ও অধিনায়ক হিসেবে অসাধারণ কাজ করছে। আমি শুধু মাঝে মাঝে চেষ্টা করি ওকে পরামর্শ দিতে। এর চেয়ে বেশি কিছু না। সব রকম ভাবে দলকে সাহায্য করাই আমার লক্ষ্য। এর বাইরে আমার কোনো অভিসন্ধি নেই। পেইনের গুরুত্ব খর্ব করতে চাওয়ার তো প্রশ্নই আসে না।'

অ্যাশেজে দুর্দান্ত খেললেও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বেশ ম্রিয়মাণ ছিলেন স্মিথ। দুই টেস্টে করেছেন চল্লিশ রান। ব্যাট যেহেতু কথা বলেনি, সমালোচনা তো একটু হবেই!