বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে কোহলি শীর্ষে

ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: বিরাট কোহলির টুইটার পেজ
ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: বিরাট কোহলির টুইটার পেজ

কলকাতায় বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ১৩৬ করেছিলেন বিরাট কোহলি। এ ইনিংসটি টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহলির শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বড় ভূমিকা রেখেছে। আজ প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। এক ধাপ নিচে নেমে দ্বিতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্টিভ স্মিথকে।

বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে করা সেঞ্চুরি করে স্মিথকে ৫ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলেছেন কোহলি। ৯২৮ পয়েন্ট নিয়ে এখন তিনি সবার ওপরে। ৯২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যান অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে ৩৬ রান করেন। অ্যাডিলেড টেস্টের আগে ৯৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন স্মিথ।

>

স্টিভ স্মিথকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন বিরাট কোহলি। কলকাতায় দিবারাত্রি টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতের অধিনায়ক

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুশফিকুর রহিম। ভারত সফরে দুই টেস্টে দুটি ফিফটির দেখা পান এ ব্যাটসম্যান। মুশফিক ছাড়া কোনো ব্যাটসম্যানই সেভাবে দাঁড়াতে পারেননি। ৬১৪ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন মুশফিক। তাঁর চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে এরপরই রয়েছেন তামিম ইকবাল। গত মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন তামিম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ৪৬তম স্থান নিয়ে তিনে মাহমুদউল্লাহ।

ব্যাটসম্যানদের মধ্যে এক লাফে ১২ ধাপ পেরিয়েছেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড টেস্টে ৩৩৫ রানের কাব্যিক ইনিংসটি দিয়ে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯০০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন প্যাট কামিন্স। শীর্ষ ২০ বোলারদের মধ্যে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। ৫৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ২৪তম স্থান দখল করা তাইজুল ইসলাম। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ ২৫তম। টেস্টে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ বোলারের মধ্যে বাংলাদেশের কোনো পেসার নেই।