আইপিএলের নিলামে উঠছেন বাংলাদেশের কোন ৬ ক্রিকেটার

আইপিএল নিলামে এবারও আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: আইপিএল ওয়েবসাইট
আইপিএল নিলামে এবারও আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: আইপিএল ওয়েবসাইট

আইপিএলের নিলাম এবার হতে যাচ্ছে কলকাতায়। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামে উঠতে নিবন্ধন করেছেন ৯৭১ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটার আছেন ৭১৩, ভারতের বাইরের ২৫৮। এই ২৫৮ ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের ৬ বাংলাদেশি ক্রিকেটার।

আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইট জানাচ্ছে, ৯৭১ ক্রিকেটারের মধ্যে ৭৩জনের দল পাওয়ার সুযোগ হবে। ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নিলামে থাকছে বাংলাদেশের ছয় ক্রিকেটারের নাম। বিসিবি সূত্রে জানা গেছে, ২০২০ আইপিএল খেলার লক্ষ্যে নিবন্ধন করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই ছয় ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজ ও তামিমেরই আইপিএল-অভিজ্ঞতা আছে। মোস্তাফিজ হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ২০১৬ ও ২০১৭ সালে। ২০১৮’তে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। গতবার বিসিবি তাঁকে অনুমতি দেয়নি নিবন্ধনের। তামিম ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি তাঁর।

>

১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএল নিলাম উঠছেন ৯৭১ ক্রিকেটার। বিশাল সংখ্যক খেলোয়াড়দের মধ্যে আছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ যিনি—সাকিব আল হাসানের নিলামে ওঠার সুযোগ নেই, আগ থেকেই জানা। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তিনি এক বছর সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ।

বিদেশি ক্যাটাগরিতে আইপিএলে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। নিলামে উঠতে নিবন্ধন করেছেন ৫৫ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে ৫৪ ক্রিকেটার। শ্রীলঙ্কা ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, নিউজিল্যান্ড ২৪, ইংল্যান্ড ২২। এমনকি আফগানিস্তান থেকেও নিবন্ধন করেছেন ১৯ ক্রিকেটার। সে তুলনায় বাংলাদেশের সংখ্যাটা কমই।