ব্যাটে-বলে 'বজ্রপাতে'র ঘোষণা হার্শেল গিবসের

ছবি : এএফপি
ছবি : এএফপি

আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রা শুরু হওয়ার আগেই টি-টোয়েন্টি-মার্কা ব্যাটিং করতেন হার্শেল গিবস। মারকাটারি এই সাবেক দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানকে এবার কোচ হিসেবে নিয়ে আসছে সিলেট থান্ডার্স। মাঠে গিবসের তাণ্ডব তো সবাই দেখেছে, এবার তাঁর মগজের ম্যাজিকও দেখবে বাংলাদেশের দর্শকেরা। বঙ্গবন্ধু বিপিএলের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা একটা ভিডিওবার্তায় জানিয়েছেন গিবস।

গিবস বলেছেন, ‘সবাইকে অভিবাদন, আমি হার্শেল গিবস। বিপিএল এর ২০১৯ সালের আসরে সিলেট থান্ডার্সের প্রধান কোচ হতে পেরে খুব রোমাঞ্চিত আমি।’
এবারের বিপিএলে যে আর অন্যান্য বিপিএলের মত না, সেটা গিবস বেশ ভালোই জানেন, ‘জাতির জনকের জন্মশতবর্ষ উদ্‌যাপনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার। সিলেটিদের সঙ্গে একটা সফল মৌসুম কাটানোর অপেক্ষায় আছি।’
সিলেটের কল্যাণে গিবসের মুখ থেকে বাংলা ভাষা শোনার অভিজ্ঞতাও হয়ে গেল বাংলাদেশিদের, ‘আমাদের সমর্থন জানানোর জন্য মাঠে আসবেন, প্রস্তুত থাকবেন “ব্যাটে বলে বজ্রপাত” দেখার জন্য।’

>

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার্সের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্শেল গিবসকে। এক ভিডিওবার্তায় বিষয়টা নিশ্চিত করেছেন তিনি

একসময়ের বিধ্বংসী ওপেনার গিবস দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডারদেরও একজন। ফলে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি মোসাদ্দেক-মিঠুনরা ফিল্ডিংয়ের উচ্চতর পাঠটাও নিয়ে নেবেন সিলেটে খেলতে খেলতে। অবসরের পর গিবস আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ইউরো টি-২০ লিগের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচিং করিয়েছেন।

সিলেট থান্ডার্সের স্কোয়াডে বাংলাদেশি তারকাদের মধ্যে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন ছাড়াও রয়েছেন নাঈম হাসান, নাজমুল ইসলাম, এবাদত হোসেন, রনি তালুকদার ও সোহাগ গাজী। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ও জনসন চার্লস, শ্রীলঙ্কার জীবন মেন্ডিস।