উইকেট নেওয়ার আনন্দে জাদু দেখালেন বোলার

উইকেট নেওয়ার পর জাদু দেখালেন তাবরিজ শামসি। ছবি: টুইটার
উইকেট নেওয়ার পর জাদু দেখালেন তাবরিজ শামসি। ছবি: টুইটার
এমজানসি সুপার লিগে কাল উইকেট নেওয়ার আনন্দে জাদু দেখিয়েছেন প্রোটিয়া স্পিনার তাবরিজ শামসি


উইকেট নেওয়ার উদ্‌যাপন তো কত রকমেরই হয়! ইমরান তাহির যেমন দুহাত ছড়িয়ে ভোঁ দৌড় দেন। শেলডন কটরেল স্যালুট দিতে ভালোবাসেন। শোয়েব আখতার আবার দুহাত প্রসারিত করতেন জেট বিমানের ভঙ্গিতে। বাঁ হাতের তর্জনী তুলে ধরেন সাকিব আল হাসান। কিন্তু উইকেট নেওয়ার আনন্দে কোনো বোলার যদি দর্শকদের জাদু দেখান! কাল এমজানসি সুপার লিগে অভূতপূর্ব এ ভেলকিই দেখান তাবরিজ শামসি।

বোল্যান্ড পার্কে ডারবান হিটের মুখোমুখি হয়েছিল পার্ল রকস। হিটের ইনিংসের অষ্টম ওভারে উইহাব লুবিকে ক্যাচে পরিণত করেন লেগ স্পিনার শামসি। এমনিতেই উইকেট পেলে মজার সব উদ্‌যাপন করে থাকেন এ প্রোটিয়া বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার। তাঁর ‘বুট-কল’ উদ্‌যাপন তো এর মধ্যেই আলোচিত। উইকেট পেলে পায়ের জুতো খুলে ফোন করার ভঙ্গি করেন। কিন্তু কাল রীতিমতো জাদুই দেখিয়ে দিলেন তিনি। লুবিকে আউট করার পর পকেট থেকে লাল একটা রুমাল বের করলেন, সবার সামনেই শামসির হাতে থাকা রুমালটি পরিণত হলো একটা লাঠিতে!

এমজানসি সুপার লিগের টুইটার পেজে শামসির এ উদ্‌যাপনের ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘উইকেট! জাদুও দেখালেন শামসি।’ অবশ্য উইকেট পেলে তা উদ্‌যাপন করতে জাদু দেখানোর অভ্যাস তাঁর জন্য নতুন কিছু না। এর আগেও মাঠে জাদু দেখিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলা শামসি অবশ্য দল জেতাতে পারেননি। ডারবান হিটের কাছে হেরেছে তাঁর দল।

শামসির জাদু দেখানোর ভিডিও লিংক: