ফাইনাল খেলতে হলে যা করতে হবে বাংলাদেশকে

গতকাল সুফিলের করা একমাত্র গোলের জয় নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ছবি: বাফুফে
গতকাল সুফিলের করা একমাত্র গোলের জয় নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ছবি: বাফুফে
কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে বাঁধা অনেক সমীকরণ। তবে নেপালকে হারাতে পারলেই কেবল সে সব সমীকরণ কাজে আসবে


ভুটানের কাছে হারের পর মালদ্বীপের বিপক্ষে ড্র। এতেই বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্নটা ধূসর হয়ে গিয়েছিল। গতকাল শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে জামাল ভূঁইয়াদের সেই স্বপ্নটা আবার জেগেছে। তবে ফাইনালে যাওয়ার পথে এখনো অনেক বাঁধা। মিলতে হবে বেশ কয়েকটি সমীকরণ। একে তো নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততে হবে। আর তার আগে তাকিয়ে থাকতে হবে আগামীকালের অন্য দুইটি ম্যাচের ওপরও।

রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভুটান। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে স্বাগতিক নেপাল। এই তিনটি দলের মধ্যেই চলছে ফাইনালে ওঠার লড়াই। নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি রবিবার, এটি টুর্নামেন্টের গ্রুপ পর্বেরও শেষ ম্যাচ। এর আগেই মিলে যাবে বাকি সমীকরণগুলো।

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভুটান আর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে নেপাল। এর যে কোনো একটি ম্যাচে নেপাল বা ভুটান হেরে গেলেই বাংলাদেশের জন্য সোনায় সোহাগা। বিশেষ করে ভুটান হেরে গেলে, নেপালকে হারালেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। ভুটান ড্র করলেও থাকবে বাংলাদেশের সম্ভাবনা। তবে ভুটান জিতে গেলে সবার আগে ফাইনাল নিশ্চিত করবে তারা।

এবার আসা যাক নেপাল ম্যাচের সমীকরণে। স্বাগতিকেরা আগামীকাল জিতলে এক পা দিয়ে রাখবে ফাইনালে। সে ক্ষেত্রে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না; নেপালকে হারাতে বেশ বড় ব্যবধানে। এখন পর্যন্ত বাংলাদেশের চেয়ে ৪ গোলে এগিয়ে আছে স্বাগতিকেরা। আবার আগামীকাল নেপাল ড্র বা হারলে শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেই ফাইনালে।

অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে প্রায় জাতীয় দল নিয়েই গেমসে অংশগ্রহণ করছে বাংলাদেশ। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশও খাবি খাচ্ছে কাঠমান্ডুতে। গেমসের ইতিহাসে প্রথমবারের মতো ভুটানের কাছে হেরেছে বাংলাদেশ। সোনার লক্ষ্য নিয়ে কাঠমান্ডুতে যাওয়া দলটির এখন ফাইনাল খেলার নানা সমীকরণ মেলাতে হচ্ছে!