শেষ হলো হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট

হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয় অপরাজিতা দল। ছবি: আইসিআরসির সৌজন্যে
হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয় অপরাজিতা দল। ছবি: আইসিআরসির সৌজন্যে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট । পাঁচ দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল গতকাল বৃহস্পতিবার। ফাইনালে পুরুষ বিভাগে সিআরপি পুরুষ দল ৩২-২৭ পয়েন্টে হারিয়েছে সিডাপ দলকে, আর নারী বিভাগে অপরাজিতা দল ১৪-৮ পয়েন্টে হারিয়েছে অপরাজেয় অনন্যা দলকে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এবং বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশন (বিবিএফ) এর উদ্যোগে দেশে প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্ট আয়োজিত হয়। চারটি পুরুষ ও দুটি নারী শারীরিক প্রতিবন্ধী হুইলচেয়ার দল এই টুর্নামেন্টে অংশ নেয়।

১ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিবন্ধী বা ভিন্নভাবে সমর্থ ব্যক্তিরা আমাদের পরিবারেরই সদস্য, সমাজের অংশ এবং বাংলাদেশের নাগরিক। তাদেরও আমাদের মতো কাজের অধিকার, উপার্জনের অধিকার এবং একটি পূর্ণ জীবন যাপনের অধিকার আছে।’

আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন পিয়ের দ্যোখব বলেন, ‘অংশীদারদের সহযোগিতায় আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শারীরিক পুনর্বাসন কার্যক্রম চালাই যেন প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে গতিশীলতা ফিরে আসে এবং তারা মর্যাদাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে সমাজে পূর্ণ ভূমিকা পালন করতে পারে। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে আইসিআরসি ২০১৪ সাল থেকে হুইলচেয়ার বাস্কেটবল খেলা আয়োজনে সিআরপিকে সহায়তা করে আসছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে পুরুষ ও নারী দল দেশে ও বিদেশে যেমন নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে, টুর্নামেন্টে অংশ নিয়েছে ও উচ্চতর প্রশিক্ষণ পেয়েছে।’

অপরাজিতা হুইলচেয়ার বাস্কেটবল দলের অধিনায়ক মারজানা বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লেগেছে। আমাদের দলটা বেশ নতুন, দলের বেশ কজনের এটা প্রথম ক্যাম্প। কিন্তু তবু এ টুর্নামেন্টে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছি। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’ পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন দল সিআরপির সদস্য রুবেল বলেন, ‘এ পর্যন্ত ৪টা ম্যাচ খেলে সবগুলোতেই জিতে চ্যাম্পিয়ন হয়েছি। এ রকম টুর্নামেন্ট আরও হওয়া প্রয়োজন। তাহলে আরও বেশি বেশি খেলোয়াড় উঠে আসবে এবং প্রতিবন্ধী খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’

টুর্নামেন্টের অংশীদার সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর বলেন, হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা এবং ক্ষমতা প্রমাণ করার একটি সুযোগ তৈরি হবে।