ছক্কা মেরে মজা করলেন কোহলি

ছক্কা মেরে উইলিয়ামসের উদ্‌যাপন নিয়ে মজা করছেন কোহলি। ছবি: টুইটার
ছক্কা মেরে উইলিয়ামসের উদ্‌যাপন নিয়ে মজা করছেন কোহলি। ছবি: টুইটার
হায়দরাবাদে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কেসরিক উইলিয়ামসকে ছক্কা মেরে মজার এক উদ্‌যাপন করেছেন বিরাট কোহলি


মাঠে ফিল্ডিংয়ের সময় আক্রমণাত্মক মেজাজে থাকেন বিরাট কোহলি। কিন্তু ব্যাটিংয়ে তাঁর হয়ে কথা বলে উইলোখণ্ডটি। ভারতীয় অধিনায়ককে এভাবেই দেখে আসছে সবাই। কিন্তু কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে দেখা গেল অন্য এক কোহলিকে। এই কোহলি মজার, রসবোধ দুর্দান্ত।

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ৬ উইকেটের জয়ে ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। ব্যাটিংয়ের সময় ১৬তম ওভারে ক্যারিবীয় পেসার কেসরিক উইলিয়ামসকে ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। শটটি খেলার পর কেসরিকের চিরাচরিত উদ্‌যাপন নিয়ে বেশ মজাই করেন কোহলি। উইকেট পেলে এ পেসার যেভাবে উদ্‌যাপন করেন কোহলি তারই নকল করেছেন!

কেসরিক উইলিয়ামসকে ওই ওভারে কবজির জোরে দুর্দান্ত ছক্কাটি মারার পর বাঁ হাতকে ‘নোটবুক’-এর মতো ধরেন। এর আগে ডান হাতটা পকেট থেকে বের করে এমন ভঙ্গি করেন যে সই করছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) উইকেট পাওয়ার পর এমন উদ্‌যাপন করে খ্যাতি পেয়েছিলেন উইলিয়ামস। তবে ওই টুর্নামেন্টেই একবার ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনের বিদ্রূপের শিকার হয়েছিলেন এ পেসার। সে ম্যাচে কেসরিকের ওভারে ঝড় তোলার পর তাঁরই উদ্‌যাপন নকল করেছিলেন ওয়ালটন।

এবার কোহলিও কেসরিকের উদ্‌যাপন নিয়ে মজা করতে ছাড়েননি। তবে এর সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কোনো সংযোগ নেই। বরং ব্যক্তিগত একটা বোঝাপড়া ছিল, সেটি বেশ মজা নিয়েই মিটিয়ে ফেললেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে এ নিয়ে কোহলি বলেন, ‘এটার (নোটবুক উদ্‌যাপন) সিপিএলের কোনো সংযোগ নেই। জ্যামাইকায় আমাকে আউট করার পর এর শিকার হয়েছিলাম আমি। ভাবলাম আমিও নোট বইয়ে সই করি। তবে এসব কিছুই হয়েছে ভালোর জন্য।’

কোহলি বুঝিয়ে দেন, মজার সেই উদ্‌যাপনের মধ্যে কোনো প্রতিশোধস্পৃহা ছিল না, ‘কিছু কথা হলেও শেষ পর্যন্ত সবার মুখেই হাসি ছিল। এটাই সবাই দেখতে চায়। প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে এবং শেষ সবাই হাত মেলাবে, উদ্‌যাপন করবে। এটাই ক্রিকেট, নিজেকে নিংড়ে দাও কিন্তু প্রতিপক্ষকেও সম্মান করো।’